ঢাবি সংবাদদাতা
রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তিনি মারা যান।
নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ৮ মে রাত এগারোটার দিকে বাড্ডা ভুইয়াবাড়ি টেকপাড়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী নুরা পাগলা, সুটার সালাউদ্দিন, ছিনতাইকারী মাহিন, ইউসুফ, নয়নসহ বেশ কয়েকজন মিলে আনোয়ারকে পথরোধ করে মারধর করে এবং পেটে গুলি করে।
নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার বলেন, আনোয়ার আগে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ওই ব্যবসা বাদ দিয়ে এলাকায় নির্মাণসামগ্রীর ঠিকাদারি করতেন। তার সঙ্গে সব সময় মোটা অংকের টাকা থাকত।
যারা তার ওপর হামলা করেছে তারা খুবই ভয়ঙ্কর সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না। ঘটনার সময়ে তাদের মধ্যে কেউ কেউ মদ্যপান অবস্থায় ছিল।
তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১২ জুন আবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে বাড্ডার আনন্দনগর এলাকায় থাকতেন।
রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তিনি মারা যান।
নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ৮ মে রাত এগারোটার দিকে বাড্ডা ভুইয়াবাড়ি টেকপাড়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী নুরা পাগলা, সুটার সালাউদ্দিন, ছিনতাইকারী মাহিন, ইউসুফ, নয়নসহ বেশ কয়েকজন মিলে আনোয়ারকে পথরোধ করে মারধর করে এবং পেটে গুলি করে।
নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার বলেন, আনোয়ার আগে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ওই ব্যবসা বাদ দিয়ে এলাকায় নির্মাণসামগ্রীর ঠিকাদারি করতেন। তার সঙ্গে সব সময় মোটা অংকের টাকা থাকত।
যারা তার ওপর হামলা করেছে তারা খুবই ভয়ঙ্কর সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না। ঘটনার সময়ে তাদের মধ্যে কেউ কেউ মদ্যপান অবস্থায় ছিল।
তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১২ জুন আবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে বাড্ডার আনন্দনগর এলাকায় থাকতেন।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীর মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
১৩ ঘণ্টা আগেরাজধানীর বকশিবাজার এলাকায় দুই বাসের পাল্লাপাল্লির মাঝখানে চাপা পড়ে মো. জহুরুল হক সেলিম (৫২) নামের এক পথচারী নিহত। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।
১৯ ঘণ্টা আগেজোরপূর্বক চাঁদা গ্রহণ ও চাঁদা চাওয়ার অভিযোগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে লালবাগ যুবদলের সাবেক নেতা চান মিয়াকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
২১ ঘণ্টা আগেজলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
২১ ঘণ্টা আগে