
আমার দেশ অনলাইন

রাজধানী ও আশপাশের এলাকায় প্রাথমিক শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অবকাঠামোয় দ্রুত পরিবর্তন আসছে। তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ছয়তলা নতুন ভবন এখন শিক্ষার্থীদের গর্ব। এমন আধুনিক ভবন ইতোমধ্যে পেয়েছে ঢাকার আরো ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব ভবন শুধু স্থাপত্যের সৌন্দর্যই নয়, শেখার পরিবেশেও এনেছে বড় পরিবর্তন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার তত্ত্বাবধানে এসব ভবন নির্মিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে। ভাষানটেক ও গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো ২২টি বিদ্যালয়ে আগামী মাসেই নতুন ভবন হস্তান্তর করা হবে।
২০২৭ সালের মধ্যে ঢাকা জেলায় মোট ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এক যুগ পর প্রাথমিক শিক্ষায় এমন দৃশ্যমান উন্নয়ন দেখা যাচ্ছে।
তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জানায়, আগে গরমে ক্লাস করতে কষ্ট হতো, এখন আলো-বাতাসে ভরা নতুন ভবনে পড়তে ভালো লাগে। স্কুলে আসতে ইচ্ছা করে।
শিক্ষা অবকাঠামোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাতেও এসেছে অগ্রগতি। টঙ্গী-আশুলিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ‘কামারপাড়া প্রত্যাশা ব্রিজ’ এখন দৃশ্যমান। বহু বছরের ভোগান্তি শেষে এই সেতু এলাকাবাসীর জীবনে এনেছে স্বস্তি।
একইভাবে নবাবগঞ্জের বান্দুরা ব্রিজও প্রায় সম্পন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় কাজ বন্ধ থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে এলজিইডির তত্ত্বাবধানে দ্রুতগতিতে শেষ হয়েছে নির্মাণকাজ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
কেরানীগঞ্জের মোল্লারহাট ব্রিজেও শেষ পর্যায়ের কাজ চলছে। স্থানীয়দের ভাষায়, সাত বছর ধরে কাজ বন্ধ ছিল, এখন অবশেষে সেতুটি চালু হতে যাচ্ছে। এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, সেতুটি চালু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। বর্তমানে ঢাকা জেলায় ৯টি ব্রিজ দৃশ্যমান হয়েছে।
ঢাকা জেলার গ্রামীণ ও উপশহরাঞ্চলেও বদলে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ধামরাই-সোয়াপুর ডিসি থেকে সাভার বাজার পর্যন্ত ১৫.৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি একসময় ছিল খানাখন্দে ভরা। এখন সেই সড়ক পাকা ও নিরাপদ। ধামরাইয়ের এক ট্রাকচালক বলেন, আগে এই রাস্তায় যেতে ভয় লাগত, এখন সময় ও জ্বালানি দুটোই বাঁচে।
এলজিইডি ঢাকা জেলার তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়কালেই জেলায় ১৪৫টি সড়কের পাকাকরণ ও সংস্কার সম্পন্ন হয়েছে। এতে গ্রামীণ ও শহরতলির সংযোগ বেড়েছে, কৃষিপণ্য পরিবহন সহজ হয়েছে এবং স্থানীয় বাজারে ব্যবসায়িক কর্মকাণ্ড বেড়েছে বহুগুণে।
সড়ক ও সেতুর পাশাপাশি চলছে ধর্মীয় ও সামাজিক স্থাপনার সংস্কার ও উন্নয়ন প্রকল্প। বর্তমানে মোট ২০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বিভিন্ন পর্যায়ে।
এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মো. বাচ্চু মিয়া বলেন, অন্তর্বর্তী সরকার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টারা উন্নয়নে দায়বদ্ধভাবে কাজ করছেন। আমরা সময়মতো ও মান বজায় রেখে প্রতিটি প্রকল্প শেষ করতে বদ্ধপরিকর।
তার মতে, এই উন্নয়ন কার্যক্রম কেবল অবকাঠামো নয়, মানুষের জীবনমান উন্নয়নের প্রতিফলন। প্রতিটি সেতু, সড়ক বা বিদ্যালয় ভবন মানুষের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।
বাচ্চু মিয়া আরো বলেন, আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সব বাধা উপেক্ষা করেই আমরা এগিয়ে যাচ্ছি উন্নয়নের পথে।
বিশেষজ্ঞরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ড প্রশাসনিক দক্ষতা ও সুশাসনের নতুন দৃষ্টান্ত। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো— তিন ক্ষেত্রেই ধারাবাহিক অগ্রগতি দেখে প্রশংসা করেছেন স্থানীয় উন্নয়ন বিশ্লেষকরা। দুর্নীতির বাধা পেরিয়ে প্রকল্পগুলো বাস্তবে রূপ দেওয়ায় এলজিইডি ঢাকা জেলার প্রশংসাও করেছেন তারা।

রাজধানী ও আশপাশের এলাকায় প্রাথমিক শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অবকাঠামোয় দ্রুত পরিবর্তন আসছে। তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ছয়তলা নতুন ভবন এখন শিক্ষার্থীদের গর্ব। এমন আধুনিক ভবন ইতোমধ্যে পেয়েছে ঢাকার আরো ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব ভবন শুধু স্থাপত্যের সৌন্দর্যই নয়, শেখার পরিবেশেও এনেছে বড় পরিবর্তন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার তত্ত্বাবধানে এসব ভবন নির্মিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে। ভাষানটেক ও গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো ২২টি বিদ্যালয়ে আগামী মাসেই নতুন ভবন হস্তান্তর করা হবে।
২০২৭ সালের মধ্যে ঢাকা জেলায় মোট ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এক যুগ পর প্রাথমিক শিক্ষায় এমন দৃশ্যমান উন্নয়ন দেখা যাচ্ছে।
তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জানায়, আগে গরমে ক্লাস করতে কষ্ট হতো, এখন আলো-বাতাসে ভরা নতুন ভবনে পড়তে ভালো লাগে। স্কুলে আসতে ইচ্ছা করে।
শিক্ষা অবকাঠামোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাতেও এসেছে অগ্রগতি। টঙ্গী-আশুলিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ‘কামারপাড়া প্রত্যাশা ব্রিজ’ এখন দৃশ্যমান। বহু বছরের ভোগান্তি শেষে এই সেতু এলাকাবাসীর জীবনে এনেছে স্বস্তি।
একইভাবে নবাবগঞ্জের বান্দুরা ব্রিজও প্রায় সম্পন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় কাজ বন্ধ থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে এলজিইডির তত্ত্বাবধানে দ্রুতগতিতে শেষ হয়েছে নির্মাণকাজ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
কেরানীগঞ্জের মোল্লারহাট ব্রিজেও শেষ পর্যায়ের কাজ চলছে। স্থানীয়দের ভাষায়, সাত বছর ধরে কাজ বন্ধ ছিল, এখন অবশেষে সেতুটি চালু হতে যাচ্ছে। এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, সেতুটি চালু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। বর্তমানে ঢাকা জেলায় ৯টি ব্রিজ দৃশ্যমান হয়েছে।
ঢাকা জেলার গ্রামীণ ও উপশহরাঞ্চলেও বদলে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ধামরাই-সোয়াপুর ডিসি থেকে সাভার বাজার পর্যন্ত ১৫.৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি একসময় ছিল খানাখন্দে ভরা। এখন সেই সড়ক পাকা ও নিরাপদ। ধামরাইয়ের এক ট্রাকচালক বলেন, আগে এই রাস্তায় যেতে ভয় লাগত, এখন সময় ও জ্বালানি দুটোই বাঁচে।
এলজিইডি ঢাকা জেলার তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়কালেই জেলায় ১৪৫টি সড়কের পাকাকরণ ও সংস্কার সম্পন্ন হয়েছে। এতে গ্রামীণ ও শহরতলির সংযোগ বেড়েছে, কৃষিপণ্য পরিবহন সহজ হয়েছে এবং স্থানীয় বাজারে ব্যবসায়িক কর্মকাণ্ড বেড়েছে বহুগুণে।
সড়ক ও সেতুর পাশাপাশি চলছে ধর্মীয় ও সামাজিক স্থাপনার সংস্কার ও উন্নয়ন প্রকল্প। বর্তমানে মোট ২০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বিভিন্ন পর্যায়ে।
এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মো. বাচ্চু মিয়া বলেন, অন্তর্বর্তী সরকার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টারা উন্নয়নে দায়বদ্ধভাবে কাজ করছেন। আমরা সময়মতো ও মান বজায় রেখে প্রতিটি প্রকল্প শেষ করতে বদ্ধপরিকর।
তার মতে, এই উন্নয়ন কার্যক্রম কেবল অবকাঠামো নয়, মানুষের জীবনমান উন্নয়নের প্রতিফলন। প্রতিটি সেতু, সড়ক বা বিদ্যালয় ভবন মানুষের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।
বাচ্চু মিয়া আরো বলেন, আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সব বাধা উপেক্ষা করেই আমরা এগিয়ে যাচ্ছি উন্নয়নের পথে।
বিশেষজ্ঞরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ড প্রশাসনিক দক্ষতা ও সুশাসনের নতুন দৃষ্টান্ত। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো— তিন ক্ষেত্রেই ধারাবাহিক অগ্রগতি দেখে প্রশংসা করেছেন স্থানীয় উন্নয়ন বিশ্লেষকরা। দুর্নীতির বাধা পেরিয়ে প্রকল্পগুলো বাস্তবে রূপ দেওয়ায় এলজিইডি ঢাকা জেলার প্রশংসাও করেছেন তারা।

রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ অংশে গতকাল বুধবার রাত সোয়া নয়টা থেকে মেট্রোরেল চলাচল আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। ফার্মগেট এলাকার পিলারের বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটার স্থানে কিছুটা কম্পন হওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিছে।তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থ
১৪ ঘণ্টা আগে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার।
১৬ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নারায়ণ চন্দ্র সরকার (৬৬) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।
১৮ ঘণ্টা আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি। ২৪ এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন , সাম্য হলো একটি আদর্শ।
১৯ ঘণ্টা আগে