দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর যৌথ উদ্যোগে গ্রাহকদের জন্য চালু হলো আরও সহজ ও দ্রুত ফান্ড ট্রান্সফারের সুবিধা। এখন থেকে যমুনা ব্যাংকের গ্রাহকেরা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে লোন ও ডিপিএস-এর কিস্তি পরিশোধ করতে পারবেন অনায়াসেই।
সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন এই সেবা সম্পর্কে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের আরও দ্রুত ও উন্নত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যেই নগদ চালু করেছে ডিপিএস ও লোনের কিস্তি পেমেন্ট সার্ভিস। এর ফলে যমুনা ব্যাংকের গ্রাহকেরা যেকোনো নগদ অ্যাকাউন্ট থেকে ডিপিএস ও লোনের কিস্তি পরিশোধের পাশাপাশি যমুনা ব্যাংকের যেকোনো অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারবেন।

