গণহত্যায় হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১২: ৫০
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪: ৫৪

জুলাই-আগস্টের গণহত্যায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। মিলছে গুমের নানা তথ্য প্রমাণ। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এ তথ্য জানায়।

এক ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল।

বিজ্ঞাপন

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, অনলাইন প্লাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই-আগস্ট গণহত্যার সময়ে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

এমবি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত