ইআবির অধীনে সারাদেশে ফাজিল পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৭: ২৭

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের মাদ্রাসাগুলোর তিন বছর মেয়াদী ফাজিল স্নাতক (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ-২০২৪ সালের পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৩৩০টি কেন্দ্রে প্রায় এক লাখ ১৭ হাজার ৬২৮ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

পরীক্ষার প্রথম দিন শনিবার দুপুর দুইটায় ঢাকা সরকারি আলীয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শামছুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর বলেন, খুবই সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে পরীক্ষা হচ্ছে। কোন রকম অসাদু উপায় যাতে করতে না পারে আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি। তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষা আগামীর দেশ গঠনের নেতৃত্ব তৈরি করছে, দেশের অধিকাংশ মানুষের প্রাণের সঙ্গে সম্পৃক্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এরই মান উন্নয়ন ও আধুনিকায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ভাইস চ্যান্সেলর।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, পরীক্ষার সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান, প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।

এদিকে পরীক্ষার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম সিলেটের শাহজালাল দারুস সুন্নাত ইয়াকুবিয়া কামিল মাদরাসা কেন্দ্র এবং প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত