আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৬৭ হাজার শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ রিপোর্টার

৬৭ হাজার শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে শূন্যপদ রয়েছে ৬৭ হাজার ২০৮টি। এরমধ্যে স্কুল ও কলেজে শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। আর মাদরাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ শূন্য।

এদিকে, সপ্তম গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এ আবেদনপ্রক্রিয়া চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্য তথ্য ও শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

আবেদনকারীর বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর হতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন