প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ওসামা এস এম খান। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী মে মাসে তিনি নতুন দায়িত্ব বুঝে নেবেন।
ওসামা খান ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি নেন। এরপর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসে এমফিল করেন। গবেষণা করেছেন রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ে। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করপোরেট ফাইন্যান্স, গাণিতিক অর্থনীতি, বিনিয়োগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করে আসছেন।
এর আগে তিনি অ্যাস্টন ইউনিভার্সিটিতে প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া ইউনিভার্সিটি অব সারেতেও প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে সোলেন্ট ইউনিভার্সিটির ডিরেক্টর অব লার্নিং অ্যান্ড টিচিং হিসেবেও কাজ করেছেন।
ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসে নিয়োগের বিষয়ে ওসামা খান বলেন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য হিসেবে নিযুক্ত হতে পারা আমার জন্য সম্মানের। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

