আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিউইয়র্কে ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’ কমিটি

আমার দেশ অনলাইন
নিউইয়র্কে ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’ কমিটি

‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’ গঠন করেছে। যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকদের নিয়েে এ কমিটি গঠিত হয়েছে। এনটিভির যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান ফরিদ আলমকে সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম সোলায়মানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে এনটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার শামছুন্নাহার নিম্মি (সহ-সভাপতি), বাংলাভিশনের সাবেক রিপোর্টার জাহিদা আলম (সহ-সাধারণ সম্পাদক), নিউজ টুয়েন্টি ফোরের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আরিফুর রহমান (সাংগঠনিক সম্পাদক) এখন টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি এম এ আহাদ (অর্থ সম্পাদক) এবং নির্বার্হী সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে সোহেল মাহমুদ (প্রবাসী টিভি/আরটিভি), ইলিয়াছ হোসাইন (১৫ মিনিটস/ইটিভি), সৌরভ ইমাম (আইবিটিভি), আরিফুজ্জামান আরিফ ও আহসান পলাশ।

বিজ্ঞাপন

এছাড়া ৩ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা করা হয়েছে; তারা হলেন- মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদ বিশ্লেষক ড. কনক সরওয়ার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

গত ১১ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত সভায় ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র কমিটির নাম ঘোষণা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম।

ঢাকায় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মূলত তাদের নিয়েই এই সংগঠন গড়ে তোলা হয়েছে।  

নবগঠিত সংগঠনের সভাপতি ফরিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের লক্ষ্য ও আদর্শ এবং আগামীর পথচলা নিয়ে বক্তব্য রাখেন, উপদেষ্টা মনোয়ারুল ইসলাম, শাহাব উদ্দিন সাগর, সহ-সভাপতি শামছুন নাহার নিম্মি, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, সহ-সাধারণ সম্পাদক জাহিদা আলমসহ অনান্য নেতৃবৃন্দ।

খুব শিগগিরই অভিষেক অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয় সভায়। সভাপতি ফরিদ আলম জানান, শিগগিরই দেশ-বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন