আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আনন্দ আড্ডায় প্রবাসীদের ঈদপুনর্মিলনী

প্রবাস ডেস্ক
আনন্দ আড্ডায় প্রবাসীদের ঈদপুনর্মিলনী

ঈদুল আজহা উপলক্ষে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা আয়োজন করে ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠান। এছাড়া কুয়েতের আব্দালিতে ঈদ আনন্দ আড্ডার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি’এর আয়োজন করে। স্থানীয় সময় শনিবার (৭ জুন) সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর আল-সফা মিলনায়তনে নবাগত শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় বই।

উৎসবমুখর, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষামূলক ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠানটিতে কায়রো ও আশেপাশের এলাকা থেকে আসা প্রবাসী ও শিক্ষার্থী মিলিয়ে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক অতিথি। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাঙালি স্বাদের ও কোরবানির মাংস দিয়ে তৈরি দেশীয় ঐতিহ্যবাহী খাবার।

এদিকে, কুয়েতের আব্দালিতে ঈদ আনন্দ আড্ডার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে সব ভেদাভেদ ভুলে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব।

রোববার (৮ জুন) কুয়েত সিটি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে দেশটির সীমান্তবর্তী এলাকা আব্দালিতে প্রবাসী ব্যবসায়ী মোজাহার আলীর আয়োজনে প্রীতিভোজ ও সাংস্কৃতিক আড্ডায় যোগ দেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

এমন পরিবেশে যোগ দিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের অনুভূতির কথা জানাতে গিয়ে প্রবাসীরা বলেন, গ্রীষ্মকালে এমন পরিবেশ পাওয়া বড়ই দুষ্কর। লেক পাড়ে বসে নানান গল্প আর আড্ডায় সময় কাটানোর সুযোগ খুব কমই পাওয়া যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন