গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সিডনিতে ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) সংগঠনের উদ্যোগে একটি ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশী পরিবার সহ অন্যান্য কমিউনিটির মানুষরাও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অস্ট্রেলিয়ার মুসলিম এবং বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাকেম্বার প্রাণকেন্দ্রে একটি প্রাচীন চার্চ ভবন ক্রয় করে মসজিদে রুপান্তরিত করার জন্য আইপিডিসি সম্প্রতি এ উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে। পুরো প্রজেক্টের ব্যয় অনুমান করা হয়েছে তিন মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশী প্রায় চব্বিশ কোটি টাকা। এই পরিকল্পনার অংশ হিসেবেই এদিন ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
লাকেম্বা স্ট্রিটে অবস্থিত চার্চ ভবনটি ইতিমধ্যে আইপিডিসি নিলামে অংশ নিয়ে ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। প্রস্তাবিত মসজিদটির নাম রাখা হয়েছে ঈসা ইবনে মরিয়ম মসজিদ, লাকেম্বা।
শনিবার সন্ধ্যায় পাঞ্চবোল এলাকায় অবস্থিত ডায়মন্ড ভেন্যু সেন্টারে সিডনির বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ইমরান আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুইনসল্যান্ডের স্ল্যাক্স ক্রিক মসজিদের ইমাম আকরাম বকশ, সিডনির সেন্ট মেরিস মসজিদের ইমাম আবু হুরাইরা, আইপিডিসির কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ মনিরুজ্জামান, আইপিডিসির স্থানীয় সভাপতি কামাল মাহমুদ, স্থানীয় তরুণ রাজনীতিবিদ আহমেদ আউফ প্রমুখ।
মাগরিবের নামাজের পর ইমাম আকরাম বকশের উপস্থাপনায় মূল ফান্ডরেইজিং পর্ব এবং বিভিন্ন দ্রব্যসামগ্রীর নিলাম অনুষ্ঠিত হয়। উপস্থিত মানুষদের অংশগ্রহণে এদিন নগদ এবং প্রতিশ্রুতি মিলিয়ে প্রায় ছয় লক্ষ ডলার পরিমাণ অর্থ সংগৃহীত হয়েছে। উদ্যোক্তা সংগঠন আইপিডিসির নেতাকর্মীরা অস্ট্রেলিয়ান মুসলিমদেরকে মসজিদটি দ্রুত প্রতিষ্ঠায় সহায়তার জন্য উদার হস্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

