আবার ন্যান্‌সি-হাবিব জুটি

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৪: ১৬

দুজনের ক্যারিয়ারের শুরুর দিকে ন্যান্‌সি-হাবিব জুটি ছিল আলোচিত। একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীত জগতের দুই তারকা। এবার ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে প্রথমবারের মতো গেয়েছেন হাবিব ও ন্যান্‌সি। ঈদে প্রচারিত ‘হৃদয়ের কথা’ নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছে। নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

ইমরান মাহমুদুল বলেন, ‘হাবিব ও ন্যান্‌সি জুটি বরাবরের মতোই দারুণ গান করেন, তবে এই প্রথমবার তারা আমার সুর ও সংগীতে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। এদিকে ‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

বিষয়:

গান
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত