বিনোদন রিপোর্টার
চিত্রনায়িকা শবনম বুবলীর পরবর্তী সিনেমা ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এ সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। এর মাধ্যমে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা।
গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় সিনেমাটির। শুটিংয়ের মাঝপথে সিনেমার নায়ক আদর আজাদের ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়। এবার এলো বুবলীর ফার্স্টলুক। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে আবৃত।
সিনেমাটিতে বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। সিনেমাটির অন্যতম প্রযোজক শিমুল খান বলন, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্যরকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই সিনেমার একটি চরিত্র ছাড়া সবকটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’
গত বছরের নভেম্বরে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম পোস্টার। তাতে দেখা যায়, বিশাল অস্ত্রাগারের মধ্যে একটি আলিশান চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ঘরের চারপাশে অস্ত্র আর অস্ত্র। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।
পিনিক নিয়ে আদর আজাদ বলেন, সিনেমার শুটিং চলছে। দারুণ এক ঘোরের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। প্রতিটি চরিত্র একটা ঘোরের মধ্যে থাকবে। এ কারণেই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘পিনিক’। তিনি বলেন, ‘কক্সবাজার ও রামুর যেসব এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে, সেখানকার দৃশ্যগুলো আগে কেউ দেখেনি। এ কারণে এসব জায়গা শুটিং লোকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে।’
এর আগে আদর আজাদ ও শবনম বুবলী ‘তালাশ’ এবং ‘লোকাল’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। ‘পিনিক’ এই জুটির তৃতীয় সিনেমা। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহ-প্রযোজনায় রয়েছেন অভিনয়শিল্পী শিমুল খান।
চিত্রনায়িকা শবনম বুবলীর পরবর্তী সিনেমা ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এ সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। এর মাধ্যমে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা।
গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় সিনেমাটির। শুটিংয়ের মাঝপথে সিনেমার নায়ক আদর আজাদের ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়। এবার এলো বুবলীর ফার্স্টলুক। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে আবৃত।
সিনেমাটিতে বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। সিনেমাটির অন্যতম প্রযোজক শিমুল খান বলন, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্যরকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই সিনেমার একটি চরিত্র ছাড়া সবকটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’
গত বছরের নভেম্বরে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম পোস্টার। তাতে দেখা যায়, বিশাল অস্ত্রাগারের মধ্যে একটি আলিশান চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ঘরের চারপাশে অস্ত্র আর অস্ত্র। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।
পিনিক নিয়ে আদর আজাদ বলেন, সিনেমার শুটিং চলছে। দারুণ এক ঘোরের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। প্রতিটি চরিত্র একটা ঘোরের মধ্যে থাকবে। এ কারণেই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘পিনিক’। তিনি বলেন, ‘কক্সবাজার ও রামুর যেসব এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে, সেখানকার দৃশ্যগুলো আগে কেউ দেখেনি। এ কারণে এসব জায়গা শুটিং লোকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে।’
এর আগে আদর আজাদ ও শবনম বুবলী ‘তালাশ’ এবং ‘লোকাল’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। ‘পিনিক’ এই জুটির তৃতীয় সিনেমা। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহ-প্রযোজনায় রয়েছেন অভিনয়শিল্পী শিমুল খান।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৬ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৭ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৮ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৮ ঘণ্টা আগে