
তথ্যপ্রযুক্তি ডেস্ক

বর্তমান সময়ে স্মার্টফোনের ক্যামেরা বেশির ভাগ গ্রাহকদের অগ্রাধিকার। জীবনের প্রতিটি মুহূর্ত ধারণ করতে স্মার্টফোনে প্রয়োজন উন্নতমানের ক্যামেরা। ফোন কেনার সময় তাই অনেকে দ্বিধায় ভোগেন। ২০২৫ সালে এসে কোন ফোনের ক্যামেরা সবচেয়ে ভালো, তা নিয়েই আজকের আলোচনা।
২০২৫ সালে বাজারে আসা আইফোন ১৭ প্রো ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা এবং গুগল পিক্সেল ১০ প্রো এক্সএলের ক্যামেরা পরীক্ষা করে স্কোর দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিএক্সওমার্ক।
আইফোন ১৭ প্রো ম্যাক্স
এই ফোনের ক্যামেরা স্কোর ১৬৩, যা শীর্ষে রয়েছে। ফোনটির প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। ফ্রন্ট বা সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। ভিডিওগ্রাফি এবং সেলফিতে এই ফোনের পারফরম্যান্স ডিএক্সওমার্কের তথ্য অনুযায়ী শীর্ষে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা
ডিএক্সওমার্ক স্কোরে এটি ১৪৬ পেয়েছে। প্রধান ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৫০ মেগাপিক্সেল এবং টেলিফটোতে দুটি লেন্স ১০ মেগাপিক্সেল (৩এক্স জুম) ও ৫০ মেগাপিক্সেল (১০এক্স জুম)। কোয়াড টেলি সিস্টেম ব্যবহারকারীদের ১০এক্স অপটিক্যাল জুম এবং ব্যাকগ্রাউন্ড বিভাজনের সুবিধা দেয়। জুম এবং বহুমুখী লেন্স ব্যবহারের জন্য এটি অনেকের কাছে আকর্ষণীয়।
গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল
ডিএক্সওমার্ক এর তথ্য অনুযায়ী এর স্কোর ১৬৩। প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। ক্যামেরা কোচ, নাইট সাইট এবং অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি কম আলোতে ছবি এবং রাতের আকাশের ছবি তুলতে অসাধারণ সুবিধা দেয়। প্রো রেস জুম দূরের দৃশ্যও প্রায় পেশাদার মানের ছবি তুলতে সাহায্য করে।
ডিএক্সওমার্কের স্কোর অনুযায়ী, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং পিক্সেল ১০ প্রো এক্সএল উভয়ই সমান স্কোর অর্জন করেছে। তবে ভিডিও এবং কম আলোতে পারফরম্যান্সে পার্থক্য রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা তুলনামূলকভাবে কম স্কোর পেলেও এর উন্নত জুম এবং উচ্চ রেজোলিউশন সেন্সরের কারণে অনেক ব্যবহারকারীর পছন্দের ফোন এটি। তবে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ভিডিওগ্রাফি, কম আলোতে ছবি, জুম বা বহুমুখী ফটোগ্রাফি এই তিনটি ফোনকেই এককভাবে এগিয়ে রাখে। সূত্র: ডিএক্সওমার্ক

বর্তমান সময়ে স্মার্টফোনের ক্যামেরা বেশির ভাগ গ্রাহকদের অগ্রাধিকার। জীবনের প্রতিটি মুহূর্ত ধারণ করতে স্মার্টফোনে প্রয়োজন উন্নতমানের ক্যামেরা। ফোন কেনার সময় তাই অনেকে দ্বিধায় ভোগেন। ২০২৫ সালে এসে কোন ফোনের ক্যামেরা সবচেয়ে ভালো, তা নিয়েই আজকের আলোচনা।
২০২৫ সালে বাজারে আসা আইফোন ১৭ প্রো ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা এবং গুগল পিক্সেল ১০ প্রো এক্সএলের ক্যামেরা পরীক্ষা করে স্কোর দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিএক্সওমার্ক।
আইফোন ১৭ প্রো ম্যাক্স
এই ফোনের ক্যামেরা স্কোর ১৬৩, যা শীর্ষে রয়েছে। ফোনটির প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। ফ্রন্ট বা সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। ভিডিওগ্রাফি এবং সেলফিতে এই ফোনের পারফরম্যান্স ডিএক্সওমার্কের তথ্য অনুযায়ী শীর্ষে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা
ডিএক্সওমার্ক স্কোরে এটি ১৪৬ পেয়েছে। প্রধান ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৫০ মেগাপিক্সেল এবং টেলিফটোতে দুটি লেন্স ১০ মেগাপিক্সেল (৩এক্স জুম) ও ৫০ মেগাপিক্সেল (১০এক্স জুম)। কোয়াড টেলি সিস্টেম ব্যবহারকারীদের ১০এক্স অপটিক্যাল জুম এবং ব্যাকগ্রাউন্ড বিভাজনের সুবিধা দেয়। জুম এবং বহুমুখী লেন্স ব্যবহারের জন্য এটি অনেকের কাছে আকর্ষণীয়।
গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল
ডিএক্সওমার্ক এর তথ্য অনুযায়ী এর স্কোর ১৬৩। প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। ক্যামেরা কোচ, নাইট সাইট এবং অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি কম আলোতে ছবি এবং রাতের আকাশের ছবি তুলতে অসাধারণ সুবিধা দেয়। প্রো রেস জুম দূরের দৃশ্যও প্রায় পেশাদার মানের ছবি তুলতে সাহায্য করে।
ডিএক্সওমার্কের স্কোর অনুযায়ী, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং পিক্সেল ১০ প্রো এক্সএল উভয়ই সমান স্কোর অর্জন করেছে। তবে ভিডিও এবং কম আলোতে পারফরম্যান্সে পার্থক্য রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা তুলনামূলকভাবে কম স্কোর পেলেও এর উন্নত জুম এবং উচ্চ রেজোলিউশন সেন্সরের কারণে অনেক ব্যবহারকারীর পছন্দের ফোন এটি। তবে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ভিডিওগ্রাফি, কম আলোতে ছবি, জুম বা বহুমুখী ফটোগ্রাফি এই তিনটি ফোনকেই এককভাবে এগিয়ে রাখে। সূত্র: ডিএক্সওমার্ক

শিক্ষার্থীরা জানান, ২০০২ সালে সর্বশেষ বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়। ওই সময় চারদলীয় জোট সমর্থিত সেন্টু-বাদল-নেয়ামুল পরিষদ জয়লাভ করে। এর পর গত ২৩ বছরে কোনো নির্বাচন হয়নি। সম্প্রতি নতুন করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে।
২০ ঘণ্টা আগে
এখন থেকে উচ্চ রক্তচাপ সম্পর্কে নোটিফিকেশন পাবেন অ্যাপেল ওয়াচ ব্যবহারকারীরা ওয়াচওএস-২৬ এর অপারেটিং সিস্টেমে নতুনভাবে যোগ করা হয়েছে হাইপারটেনশন নোটিফিকেশন ফিচার। যদি আপনার হার্ট ডেটা দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপের ধারা দেখায়, আপনার ঘড়ি তখনই সতর্কবার্তা দেবে।
১ দিন আগে
গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণ এবং বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের মেয়েদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রী সংস্থা।
১ দিন আগে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসএইচএসডি-২০২৫) বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
১ দিন আগে