দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফ্রি লিগ্যাল এইড সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে সব আইনি পরামর্শ ও সহায়তা পাবেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের সভাকক্ষে লিগ্যাল এইড সেলটির উদ্বোধন করা হয়। চাকসুর উদ্যোগে এই সেল গঠন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেব ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ এবং ফ্রি লিগ্যাল এইড সেলের সঙ্গে যুক্ত সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজকোর্টের বিভিন্ন আইনজীবী।
লিগ্যাল এইড সেলটিতে যুক্ত দেশের বিজ্ঞ আইনজীবীরা হলেন—বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসাইন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়া, সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের মোট ২০ জন আইনজীবী এই সেলের সঙ্গে যুক্ত থাকবেন।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে চাকসুর এই উদ্যোগ সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই আইনজীবীদের সহযোগিতা নিতে পারবে। যা তাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন ও শক্ত কণ্ঠস্বর হতে সহায়তা করবে।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, চাকসু ফ্রি লিগ্যাল এইড সেল গঠন ছিল আমাদের নির্বাচনী ইশতেহারগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের ইশতেহার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের যে কোনো সমস্যার কার্যকর ও টেকসই সমাধানে চাকসু সর্বদা পাশে থাকবে, ইনশাআল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

