
আমার দেশ অনলাইন

কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তিপত্র (লেটার অব অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তির মূল উদ্দেশ্য হলো কৃষিক্ষেত্রে উদ্ভাবনী গবেষণা পরিচালনা, টেকসই কৃষি প্রযুক্তি ও পণ্যের ব্যবহার সম্প্রসারণ, শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং উদ্ভাবিত জাত ও প্রযুক্তির মাঠ পর্যায়ে ব্যবহার নিশ্চিত করা।
কৃষির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নতুন দিগন্ত উন্মোচনকারী এ চুক্তি স্বাক্ষরিত হয় দুপুর আড়াই টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ব্র্যাকের সিনিয়র পরিচালক, মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক মো. আজিজুল হকসহ অন্যান্য কর্মকতাবৃন্দ এবং গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক এবং সিনিয়র শিক্ষকবৃন্দ।
গাকৃবির রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শুরু হয় প্রাণবন্ত এক পরিচিতি পর্বের মাধ্যমে। পরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইতিহাস-ঐতিহ্য ও কর্মপরিধির উপর একটি প্রেজেন্টেশন দেন ব্র্যাকের সহকারী জেনারেল ম্যানেজার ড. মো. আরিফুল ইসলাম।
গাকৃবির পক্ষ থেকে প্রদর্শন করা হয় একটি ডকুমেন্টারি যেখানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, উদ্ভাবন ও সাফল্যের বিবিধ দিক তুলে ধরা হয়। পরে গাকৃবির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ব্র্যাক সিডের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ আনিসুর রহমান।
চুক্তি স্বাক্ষর শেষে মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কৃষক ও খামারি পর্যায়ে উদ্ভাবিত জাত ও প্রযুক্তিগুলো ছড়িয়ে দিতে আমরা এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা চাই।
দেশের অর্থনীতিকে আরো সমুন্নত করতে এ চুক্তির মাধ্যমে দেশ ও বিদেশের কৃষিতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা যৌথভাবে সমাধান করতে করার কথা ব্যক্ত করেন তিনি। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান দেশের অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বায়নের এ যুগে যৌথ ইন্ডাস্ট্রিয়াল ও আন্তর্জাতিক কোলাবোরেশন অত্যন্ত জরুরি।
ব্র্যাক সিডের সাথে এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি হলে গাকৃবির গবেষণা ক্ষেত্র আরো শাণিত হবে বলে তিনি মনে করেন।
এ সময় তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক র্যাঙ্কিং সমূহের বিভিন্ন ক্যাটেগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তা গর্বের সাথে তুলে ধরেন।
উল্লেখ্য, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ ১৯৭২ সাল থেকে টেকসই কৃষির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ক্ষুধা দূরীকরণে কাজ করে আসছে। কৃষক প্রশিক্ষণ ও ঘরোয়া সবজি চাষ দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এখন উচ্চমানের সবজি, ভুট্টা, ধান, আলুসহ প্রভৃতির বীজ উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখছে।

কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তিপত্র (লেটার অব অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তির মূল উদ্দেশ্য হলো কৃষিক্ষেত্রে উদ্ভাবনী গবেষণা পরিচালনা, টেকসই কৃষি প্রযুক্তি ও পণ্যের ব্যবহার সম্প্রসারণ, শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং উদ্ভাবিত জাত ও প্রযুক্তির মাঠ পর্যায়ে ব্যবহার নিশ্চিত করা।
কৃষির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নতুন দিগন্ত উন্মোচনকারী এ চুক্তি স্বাক্ষরিত হয় দুপুর আড়াই টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ব্র্যাকের সিনিয়র পরিচালক, মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক মো. আজিজুল হকসহ অন্যান্য কর্মকতাবৃন্দ এবং গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক এবং সিনিয়র শিক্ষকবৃন্দ।
গাকৃবির রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শুরু হয় প্রাণবন্ত এক পরিচিতি পর্বের মাধ্যমে। পরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইতিহাস-ঐতিহ্য ও কর্মপরিধির উপর একটি প্রেজেন্টেশন দেন ব্র্যাকের সহকারী জেনারেল ম্যানেজার ড. মো. আরিফুল ইসলাম।
গাকৃবির পক্ষ থেকে প্রদর্শন করা হয় একটি ডকুমেন্টারি যেখানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, উদ্ভাবন ও সাফল্যের বিবিধ দিক তুলে ধরা হয়। পরে গাকৃবির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ব্র্যাক সিডের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ আনিসুর রহমান।
চুক্তি স্বাক্ষর শেষে মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কৃষক ও খামারি পর্যায়ে উদ্ভাবিত জাত ও প্রযুক্তিগুলো ছড়িয়ে দিতে আমরা এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা চাই।
দেশের অর্থনীতিকে আরো সমুন্নত করতে এ চুক্তির মাধ্যমে দেশ ও বিদেশের কৃষিতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা যৌথভাবে সমাধান করতে করার কথা ব্যক্ত করেন তিনি। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান দেশের অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বায়নের এ যুগে যৌথ ইন্ডাস্ট্রিয়াল ও আন্তর্জাতিক কোলাবোরেশন অত্যন্ত জরুরি।
ব্র্যাক সিডের সাথে এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি হলে গাকৃবির গবেষণা ক্ষেত্র আরো শাণিত হবে বলে তিনি মনে করেন।
এ সময় তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক র্যাঙ্কিং সমূহের বিভিন্ন ক্যাটেগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তা গর্বের সাথে তুলে ধরেন।
উল্লেখ্য, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ ১৯৭২ সাল থেকে টেকসই কৃষির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ক্ষুধা দূরীকরণে কাজ করে আসছে। কৃষক প্রশিক্ষণ ও ঘরোয়া সবজি চাষ দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এখন উচ্চমানের সবজি, ভুট্টা, ধান, আলুসহ প্রভৃতির বীজ উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখছে।

উদ্বোধনের তিন বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি দেশের একমাত্র সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল।
৩ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. ফেরদৌস রহমান দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করেছেন।
৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “একটি বিশেষ ছাত্রসংগঠনের মন রক্ষা করতেই নির্বাচন কমিশন ২৬ দিন নির্বাচন পেছিয়েছে। আমরা এ ধরনের পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানাই এবং কমিশনকে আহ্বান জানাই যেন তারা সবার মতামত বিবেচনায় নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে।”
৮ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভূঁইয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর শারীরিক হামলার হুমকি ও অসদাচরণের অভিযোগ তুলে তার বহিষ্কারের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
৯ ঘণ্টা আগে