আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আনুষ্ঠানিকভাবে সাজিদ হত্যা মামলার তদন্তভার পেলো সিআইডি

প্রতিনিধি, ইবি

আনুষ্ঠানিকভাবে সাজিদ হত্যা মামলার তদন্তভার পেলো সিআইডি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তরের অনুমোদন দেয়া হয়। যদিও সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পৌঁছাতে কিছুদিন সময় লেগেছে।

এর আগে ৩ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর করা হয়। এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি, কুষ্টিয়া) থানার মামলা নম্বর ২, তারিখ ৪/৮/২০২৫ খ্রি. কার্যবিধির ৩০২/২০১/৩৪ ধারা মোতাবেক মামলাটির তদন্তভার নির্দেশক্রমে সিআইডির নিকট হস্তান্তর করা হলো।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল সাড়ে ৫টা নাগাদ শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। শ্বাসরোধে হত্যার প্রায় ২ মাস পর আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব পায় ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...