রাকসুর ভোট গণনায় তিন দিন লাগবে না: রাবি উপাচার্য

প্রতিনিধি, রাবি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১: ১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, রাকসুর ভোট গণনায় আমাদের তিন দিন সময় লাগবে না। আমাদের কাছে একটি দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে।

ব্যালট বাক্স খোলা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপই উন্মুক্ত ক্যামেরার সামনে সম্পন্ন হবে। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সারাদেশের মানুষও এ গণনা প্রক্রিয়া সরাসরি দেখতে পারবে। নির্বাচন কমিশন বলেছে, ম্যাক্সিমাম ১২-১৫ ঘণ্টা সময় লাগবে এ গণনা কার্যক্রম সম্পন্ন করতে।

বিজ্ঞাপন

রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট গণনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, বিভিন্ন পরিস্থিতি ও পক্ষগুলোর পরামর্শে নির্বাচনের তারিখ একাধিকবার পরিবর্তন করতে হয়েছে। তবে আমরা ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়া রাকসু নির্বাচনকে সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন বলেন, নির্বাচনের পরদিন থেকেই যেন নির্বাচিতরা তাদের নির্ধারিত রুমে বসতে পারে সেজন্য রাকসু ভবনের মেরামতের কাজ শুরু করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত