আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি বর্বরতা বন্ধে ইবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রতিনিধি, ইবি
ইসরাইলি বর্বরতা বন্ধে ইবিতে বিক্ষোভ-সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার বাদ জুমায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন হাজারও নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। মানবতার কথা বললেও পশ্চিমা বিশ্ব এই নিপীড়নের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে।

তারা বলেন, যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ নিরাপদে বসবাস করছে, তখন ফিলিস্তিনের মানুষ বোমার আতঙ্কে দিন কাটাচ্ছে। সাহরি ও ইফতার পর্যন্ত স্বাচ্ছন্দ্যে করতে পারছে না। পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। ফিলিস্তিনিদের এই ন্যায্য অধিকারের বিষয়ে তারা কোনো মন্তব্য করছে না।

এছাড়া ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটে চলেছে। এই পরিস্থিতি বিশ্ব মুসলিম সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন