খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদল নেতার সৌজন্যে টিএসসিতে বেঞ্চ স্থাপন

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৯: ৫৯

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণে তিনটি নতুন বেঞ্চ স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি মমিনুল ইসলাম জিসান।

বিজ্ঞাপন

টিএসসি প্রাঙ্গণ দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের আড্ডা, মত বিনিময় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এখানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আলোচনায় মিলিত হন। শিক্ষার্থীদের অবসর সময়কে আরো স্বাচ্ছন্দ্যময় ও আনন্দঘন করে তুলতেই এই বেঞ্চগুলো স্থাপন করা হয়েছে বলে জানান জিসান।

তিনি বলেন, টিএসসি ঢাবির প্রাণকেন্দ্র। এখানে আসা শিক্ষার্থীরা যেন স্বস্তিতে সময় কাটাতে পারে, সেই ভাবনা থেকেই এই ছোট্ট প্রয়াস। আমরা চাই, এই বেঞ্চগুলো নানান মত ও পথের মিলনের প্রতীক হয়ে উঠুক এবং মুক্তচিন্তার আশ্রয়স্থল হিসেবে কাজ করুক। এই উপলক্ষে আমরা আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

বেঞ্চ স্থাপনের পর টিএসসিতে আগত শিক্ষার্থীরা উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান এবং এ ধরনের জনকল্যাণমূলক কাজ আরো বাড়ানোর আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত