
আমার দেশ অনলাইন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি) আয়োজিত ‘এমআইইউডিসি মিক্স-আপ ডিবেট কম্পিটিশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য এ বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
সিএসই বিভাগের প্রফেসর ও ডিবেট ক্লাবের উপদেষ্টা ড. রমিত আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ, ক্লাবের সাবেক ভাইস-প্রেসিডেন্ট এনাম হক এবং সাবেক প্রোগ্রাম ও ওয়ার্কশপ সেক্রেটারি রায়ান সাদাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে অভিনন্দন জানিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিবেট ক্লাবের সদস্যরা বিতর্কের মাধ্যমে সত্য ও ন্যায়ের বাণী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উচ্চকণ্ঠ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ডিবেট ক্লাবের (ছাত্রী) মডারেটর রেহেনা সুলতানা, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন, আইন বিভাগের প্রভাষক ও সহকারী মডারেটর সুমাইয়া ইসলাম, ফার্মেসি বিভাগের প্রভাষক ও সহকারী মডারেটর ববি আক্তার বিথী প্রমুখ।
প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি (ছাত্র) সুজায়েত উল্লাহ, সভাপতি (ছাত্রী) মেহজাবিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান এবং অর্গানাইজিং সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম।
প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে ১২টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় শাহিনা খাতুন, মুবাশ্বিরা জান্নাত মাহি ও আবিদাতুর রহমান সালওয়া-এর দল ‘এমআইইউডিসি দ্য ট্রি ফিউশন’ এবং রানার-আপ হয় তাহমিদ হাসনাত সিয়াম, রাকিব হোসাইন ও তাসকিয়া তাহসিনের দল ‘এমআইইউডিসি তর্ক তপস্বী’।
এর আগে শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুব আলম।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি) আয়োজিত ‘এমআইইউডিসি মিক্স-আপ ডিবেট কম্পিটিশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য এ বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
সিএসই বিভাগের প্রফেসর ও ডিবেট ক্লাবের উপদেষ্টা ড. রমিত আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ, ক্লাবের সাবেক ভাইস-প্রেসিডেন্ট এনাম হক এবং সাবেক প্রোগ্রাম ও ওয়ার্কশপ সেক্রেটারি রায়ান সাদাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে অভিনন্দন জানিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিবেট ক্লাবের সদস্যরা বিতর্কের মাধ্যমে সত্য ও ন্যায়ের বাণী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উচ্চকণ্ঠ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ডিবেট ক্লাবের (ছাত্রী) মডারেটর রেহেনা সুলতানা, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন, আইন বিভাগের প্রভাষক ও সহকারী মডারেটর সুমাইয়া ইসলাম, ফার্মেসি বিভাগের প্রভাষক ও সহকারী মডারেটর ববি আক্তার বিথী প্রমুখ।
প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি (ছাত্র) সুজায়েত উল্লাহ, সভাপতি (ছাত্রী) মেহজাবিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান এবং অর্গানাইজিং সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম।
প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে ১২টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় শাহিনা খাতুন, মুবাশ্বিরা জান্নাত মাহি ও আবিদাতুর রহমান সালওয়া-এর দল ‘এমআইইউডিসি দ্য ট্রি ফিউশন’ এবং রানার-আপ হয় তাহমিদ হাসনাত সিয়াম, রাকিব হোসাইন ও তাসকিয়া তাহসিনের দল ‘এমআইইউডিসি তর্ক তপস্বী’।
এর আগে শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুব আলম।

নাম প্রকাশ না করার শর্তে শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, ছাত্রদল সবসময় জবিতে শক্ত অবস্থানে ছিল। এখন যদি বাইরের প্রার্থীদের দিয়ে প্যানেল গঠন হয়, তাহলে আমাদের আত্মত্যাগ ও সংগ্রামের মূল্য শূন্যে নেমে আসবে। আমরা চাই, জবি ছাত্রদলের নিজস্ব প্রার্থীরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক।
৮ ঘণ্টা আগে
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) গাভির ওলানপ্রদাহ রোগের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ‘গাভির ওলানপ্রদাহ রোগ নির্ণয়ের জন্য মলিকুলার কিট ও প্রোবায়োটিক-ভিত্তিক চিকিৎসা উদ্ভাবন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের আয়োজনে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) টিএসসি প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদের ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় রাকসুর নেতারা।
১৩ ঘণ্টা আগে