প্রতিনিধি, ইবি
জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেছেন, জুলাই আগস্টে শহীদের প্রতি চারজনে একজন মারা গেছে বিএনপি বা ছাত্রদলের নেতাকর্মী।
শনিবার (৩০ আগস্ট) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইবি শাখা ছাত্রদল আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এক 'স্মরণ সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সঞ্চালনা করেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।
তিনি বলেন, সারাদেশে ছাত্রজনতা যে অভ্যুত্থান করেছে তাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্তপাত না হলেও তাদের অবদান স্মরণ রাখার মতো। আমরা বলে থাকি যে একটি দু’টি দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে যাচ্ছে কিন্তু এভাবে ভাবার কোনো কারণ নেই। জুলাই আগস্টে শহীদের তালিকার সাথে যদি আমরা এটি মিলাই তাহলে দেখা যাবে প্রতি চারজনে একজন মারা গেছে বিএনপি বা ছাত্রদলের নেতাকর্মী। বিএনপির অবদান মূল্যায়ন করবে এদেশের সাধারণ জনগণ। বিএনপি সাধারণ মানুষের কাছে আজো সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল।
বক্তব্য প্রদানকালে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলনে নেমেছি এবং সেখানে আমরা সফল হয়েছি। আমাদের এই আন্দোলনে অনেকই শহীদ হয়েছেন আবার অনেকেই আহত হয়েছেন। আমি সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি তো এখানে যদি কোন ভুলভ্রান্তি হয়, সাংবাদিক ভাইদের প্রতি আমাদের দাবী সে ভুল ত্রুটি সংশোধন করার যেন সুযোগ দেয়া হয়। আমরা কোথাও ভাঙচুর করি না, কোথাও মব সৃষ্টি করি না। আমি চাই শান্তিপূর্ণ ভাবে সবকিছু সম্পন্ন হোক।’
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট মাফিয়া চক্রের হাত থেকে দেশকে উদ্ধার করতে ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ অগ্রণী ভূমিকা পালন করেছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি অভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের মাগফিরাত কামনা করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এই ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। দল মত নির্বিশেষে এই আন্দোলন একটি জাতীয় ঐক্যবদ্ধ প্রয়াস। ৫ আগস্টের সফলতাকে মূল্যায়ন না করা হলে দেশ ও জনগণ হতাশ হয়ে যাবে। ৫ আগস্টের পরে আমরা যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ না হয়ে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করেছি। এটি প্রত্যাশিত ছিলো না।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল। তার উপর পেপার স্প্রে করা হয়েছে, পরে তাকে জেলে নেয়া হয়েছে। এগুলো কারা করেছে তিনি সবই জানতেন কিন্তু তবুও তিনি কাউকে দোষারোপ করেন নাই। এগুলোর বিচারের ভার তিনি সেই সাধারণ মানুষের উপরেই দিয়ে গিয়েছেন। জুলাই আগস্টের মধ্যে দিয়েই সেসব কাজের ফল তারা পেয়েছে।
জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেছেন, জুলাই আগস্টে শহীদের প্রতি চারজনে একজন মারা গেছে বিএনপি বা ছাত্রদলের নেতাকর্মী।
শনিবার (৩০ আগস্ট) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইবি শাখা ছাত্রদল আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এক 'স্মরণ সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সঞ্চালনা করেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।
তিনি বলেন, সারাদেশে ছাত্রজনতা যে অভ্যুত্থান করেছে তাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্তপাত না হলেও তাদের অবদান স্মরণ রাখার মতো। আমরা বলে থাকি যে একটি দু’টি দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে যাচ্ছে কিন্তু এভাবে ভাবার কোনো কারণ নেই। জুলাই আগস্টে শহীদের তালিকার সাথে যদি আমরা এটি মিলাই তাহলে দেখা যাবে প্রতি চারজনে একজন মারা গেছে বিএনপি বা ছাত্রদলের নেতাকর্মী। বিএনপির অবদান মূল্যায়ন করবে এদেশের সাধারণ জনগণ। বিএনপি সাধারণ মানুষের কাছে আজো সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল।
বক্তব্য প্রদানকালে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলনে নেমেছি এবং সেখানে আমরা সফল হয়েছি। আমাদের এই আন্দোলনে অনেকই শহীদ হয়েছেন আবার অনেকেই আহত হয়েছেন। আমি সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি তো এখানে যদি কোন ভুলভ্রান্তি হয়, সাংবাদিক ভাইদের প্রতি আমাদের দাবী সে ভুল ত্রুটি সংশোধন করার যেন সুযোগ দেয়া হয়। আমরা কোথাও ভাঙচুর করি না, কোথাও মব সৃষ্টি করি না। আমি চাই শান্তিপূর্ণ ভাবে সবকিছু সম্পন্ন হোক।’
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট মাফিয়া চক্রের হাত থেকে দেশকে উদ্ধার করতে ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ অগ্রণী ভূমিকা পালন করেছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি অভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের মাগফিরাত কামনা করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এই ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। দল মত নির্বিশেষে এই আন্দোলন একটি জাতীয় ঐক্যবদ্ধ প্রয়াস। ৫ আগস্টের সফলতাকে মূল্যায়ন না করা হলে দেশ ও জনগণ হতাশ হয়ে যাবে। ৫ আগস্টের পরে আমরা যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ না হয়ে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করেছি। এটি প্রত্যাশিত ছিলো না।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল। তার উপর পেপার স্প্রে করা হয়েছে, পরে তাকে জেলে নেয়া হয়েছে। এগুলো কারা করেছে তিনি সবই জানতেন কিন্তু তবুও তিনি কাউকে দোষারোপ করেন নাই। এগুলোর বিচারের ভার তিনি সেই সাধারণ মানুষের উপরেই দিয়ে গিয়েছেন। জুলাই আগস্টের মধ্যে দিয়েই সেসব কাজের ফল তারা পেয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে