আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানারাত ইউনিভার্সিটিতে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি মেলা শুরু

আতিকুর রহমান নগরী

মানারাত ইউনিভার্সিটিতে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি মেলা শুরু

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৬ দিনব্যাপী এ মেলা শুরু হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও বিশিষ্ট মোটিভেশনাল বক্তা ড. মির্জা গালিবকে সঙ্গে নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আগামী ৩১ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফি’তে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেওয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

মেলা উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুম মো. ইব্রাহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কন্ট্রোলার অব এক্সামিনিশন্স এ এইচ এম আবু সায়ীদ, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের পরিচালক আব্দুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনটি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে ৮টি ও স্নাতকোত্তর পর্যায়ে ২টি প্রোগ্রাম চালু রয়েছে।

এগুলো হলো- বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, সিএসই (রেগুলার ও ইভিনিং), ব্যাচেলর অব ফার্মেসি, ইইই (রেগুলার ও ইভিনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক) এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) ও এমএ ইন ইংলিশ (রেগুলার ও ইভিনিং)।

ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা- ০১৭৮০৩৬৪৪১৪-১৫, ০১৭০৯১২৬৩৯৪, ০১৮১৯২৪৫৮৯৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...