ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের উদ্যোগে গণইফতারের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ ইফতারে অংশ নেন হাজারও শিক্ষার্থী ।
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাবেক ডিন অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তারা।
ইফতারে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, রমজান মাসে হলের ডাইনিংয়ে ইফতার ব্যবস্থার অভাব ও আশপাশের খাবারের মান ভালো না হওয়ায় তারা সমস্যায় পড়েন। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করায় তারা ছাত্রদলকে ধন্যবাদ জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দুই দশক ধরে এখানকার সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন ছিল ছাত্রদল। ইবি ছাত্রদলের বিভিন্ন কমিটির সদস্যরা এখন ডিআইজি-সচিব। আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ আজকের ইফতার মাহফিল।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নব্বইয়ের অভ্যুত্থানে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছিল ছাত্রদল। তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার মাধ্যমে জাতীয়তাবাদীর মূলমন্ত্র মানুষের কাছে পৌঁছে দেবে। ইফতার মাহফিল আয়োজন করার জন্য ছাত্রদলের নেতাকর্মীরা প্রশংসা পাওয়ার যোগ্য।

