স্টাফ রিপোর্টার
অনুমতি ছাড়াই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নাম ব্যবহার করে একটি গবেষণাপত্র প্রকাশ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই গবেষণাপত্রটি অন্য একটি প্রবন্ধের সঙ্গে ৯৮ শতাংশ মিল থাকায় মেধাস্বত্ব চৌর্যবৃত্তির অভিযোগ ওঠে।
জানা গেছে, ২০১৭ সালে প্রোগ্রেসিভ এগ্রিকালচার জার্নালে ঢাকা শহরের মশার প্রজাতি নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক প্রতিষ্ঠান (NIPSOM)-এর গবেষক অধ্যাপক ড. মো. গোলাম সারোয়ার। ওই প্রবন্ধের মূল লেখক হিসেবে উপাচার্য ড. আব্দুল লতিফের নামও উল্লেখ করা হয়।
কিন্তু তদন্তে দেখা যায়, প্রবন্ধটির বিষয়বস্তু ২০১৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশারের প্রকাশিত এক গবেষণার সঙ্গে প্রায় হুবহু মিলে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অধ্যাপক ড. কবিরুল বাশার রোববার (১৯ অক্টোবর) শেকৃবি উপাচার্যের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, অনুমতি ছাড়া তার গবেষণাকর্ম ব্যবহার করে উপাচার্যের নাম যুক্ত করা হয়েছে, যা মেধাস্বত্ব লঙ্ঘনের শামিল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, “গবেষণাপত্রে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আমি তা জানতাম না। জার্নাল থেকেও এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি। আমার এক পিএইচডি শিক্ষার্থী প্রবন্ধটি প্রকাশ করেছে, যেখানে আমাকে না জানিয়ে সহলেখক হিসেবে নাম দিয়েছে।”
তিনি আরও বলেন, ‘ঘটনাটি জানার পর ড. সারোয়ার আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।’
তবে খোঁজ নিয়ে জানা গেছে, উপাচার্যের ব্যবহৃত ১৪ পৃষ্ঠার একাডেমিক সিভির ১১তম পৃষ্ঠায় বিতর্কিত প্রবন্ধটি যুক্ত ছিল।
এমনকি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও তার প্রোফাইলে এটি তালিকাভুক্ত ছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার রাতে সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।
সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সভায় অধ্যাপক ড. মো. গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, ‘অধ্যাপক লতিফের অনুমতি ছাড়াই আমি তার নাম প্রবন্ধে যুক্ত করেছি। তিনি এর সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। এজন্য আমি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করছি।’
উল্লেখ্য, ২০১৭ সালে অধ্যাপক আব্দুল লতিফের তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন ড. মো. গোলাম সারোয়ার। পরে তিনি তার গবেষণাটি জার্নালে প্রকাশ করেন। যদিও সে সময় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি নীতিমালায় প্রকাশনা বাধ্যতামূলক ছিল না।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, অনুমতি ছাড়া নাম সংযুক্ত করা এবং সেটি উপাচার্যের সরকারি প্রোফাইলে ব্যবহার করায় বিষয়টি প্রশাসনিক ও নৈতিক প্রশ্নের মুখে ফেলেছে শেকৃবি কর্তৃপক্ষকে।
অনুমতি ছাড়াই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নাম ব্যবহার করে একটি গবেষণাপত্র প্রকাশ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই গবেষণাপত্রটি অন্য একটি প্রবন্ধের সঙ্গে ৯৮ শতাংশ মিল থাকায় মেধাস্বত্ব চৌর্যবৃত্তির অভিযোগ ওঠে।
জানা গেছে, ২০১৭ সালে প্রোগ্রেসিভ এগ্রিকালচার জার্নালে ঢাকা শহরের মশার প্রজাতি নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক প্রতিষ্ঠান (NIPSOM)-এর গবেষক অধ্যাপক ড. মো. গোলাম সারোয়ার। ওই প্রবন্ধের মূল লেখক হিসেবে উপাচার্য ড. আব্দুল লতিফের নামও উল্লেখ করা হয়।
কিন্তু তদন্তে দেখা যায়, প্রবন্ধটির বিষয়বস্তু ২০১৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশারের প্রকাশিত এক গবেষণার সঙ্গে প্রায় হুবহু মিলে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অধ্যাপক ড. কবিরুল বাশার রোববার (১৯ অক্টোবর) শেকৃবি উপাচার্যের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, অনুমতি ছাড়া তার গবেষণাকর্ম ব্যবহার করে উপাচার্যের নাম যুক্ত করা হয়েছে, যা মেধাস্বত্ব লঙ্ঘনের শামিল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, “গবেষণাপত্রে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আমি তা জানতাম না। জার্নাল থেকেও এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি। আমার এক পিএইচডি শিক্ষার্থী প্রবন্ধটি প্রকাশ করেছে, যেখানে আমাকে না জানিয়ে সহলেখক হিসেবে নাম দিয়েছে।”
তিনি আরও বলেন, ‘ঘটনাটি জানার পর ড. সারোয়ার আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।’
তবে খোঁজ নিয়ে জানা গেছে, উপাচার্যের ব্যবহৃত ১৪ পৃষ্ঠার একাডেমিক সিভির ১১তম পৃষ্ঠায় বিতর্কিত প্রবন্ধটি যুক্ত ছিল।
এমনকি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও তার প্রোফাইলে এটি তালিকাভুক্ত ছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার রাতে সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।
সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সভায় অধ্যাপক ড. মো. গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, ‘অধ্যাপক লতিফের অনুমতি ছাড়াই আমি তার নাম প্রবন্ধে যুক্ত করেছি। তিনি এর সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। এজন্য আমি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করছি।’
উল্লেখ্য, ২০১৭ সালে অধ্যাপক আব্দুল লতিফের তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন ড. মো. গোলাম সারোয়ার। পরে তিনি তার গবেষণাটি জার্নালে প্রকাশ করেন। যদিও সে সময় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি নীতিমালায় প্রকাশনা বাধ্যতামূলক ছিল না।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, অনুমতি ছাড়া নাম সংযুক্ত করা এবং সেটি উপাচার্যের সরকারি প্রোফাইলে ব্যবহার করায় বিষয়টি প্রশাসনিক ও নৈতিক প্রশ্নের মুখে ফেলেছে শেকৃবি কর্তৃপক্ষকে।
কিডনি রোগের চিকিৎসায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ ফিনেরেনন, যার বাজারে মূল্য ১০ মিলিগ্রামের ট্যাবলেট ৮০ টাকা এবং ২০ মিলিগ্রামের ট্যাবলেট ১৫০ টাকা।
৫ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদী আমলে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা, নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেস। ফলে প্রশাসনের স্বেচ্ছাচার বেড়েছে, শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষিত হয়েছে এবং ছাত্ররাজনীতি দখলদারিত্বমূলক হয়ে উঠেছে।’
৮ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ এইচ ফাহিম।
৮ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের বিচার যেন শুধু গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। তিনি বলেন, দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট থাকবে।
১০ ঘণ্টা আগে