খালেদা জিয়ার জন্মদিন

জাবিতে ছাত্রদলের দোয়া মাহফিলে শীর্ষ নেতারা অনুপস্থিত

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১: ২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মসূচি নিয়েছিল ছাত্রদল। এর অংশ হিসেবে শুক্রবার ক্যাম্পাসে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন সংগঠনের জাবি শাখার নেতাকর্মীরা। তবে এতে অংশ নেননি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।

জানা গেছে, গত ৮ আগস্ট জাবির ১৭ আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হন পদবঞ্চিত ও বিদ্রোহী নেতাকর্মীরা। তাদের চাপে ক্যাম্পাসে ঢুকতে পারছেন না সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ শীর্ষ পাঁচ নেতা। একই কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলেও যোগ দিতে পারেননি তারা।

বিজ্ঞাপন

ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৮ আগস্ট শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয় ও একই দিনে ১৭টি হলে কমিটি ঘোষণা দেওয়া হয়। তবে ওই কমিটিতে ছাত্রলীগ, ছাত্রশিবিরসহ বেশ কয়েকজন বিতর্কিত শিক্ষার্থী পদ পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেন নেতা-কর্মীদের একাংশ। এরপর থেকে তারা ক্যাম্পাসে শোডাউন দিচ্ছেন। সেই থেকে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শীর্ষ পাঁচ নেতাকে ক্যাম্পাসে দেখা যাচ্ছে না।

নেতাকর্মীরা বলছেন, জাকসু নির্বাচনের আগে এ ধরনের কর্মকাণ্ড ভোটের মাঠে বিরূপ প্রভাব ফেলবে। জাকসুকে সামনে রেখে শীর্ষ পাঁচ নেতার কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছেন তারা।

মিলাদ মাহফিলের বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব ঘোষিত দোয়া ও মিলাদ মাহফিলের অংশ হিসেবে জাবি শাখা ছাত্রদলেরও কর্মসূচি আয়োজনের নির্দেশনা ছিল। কিন্তু শাখা ছাত্রদলের আহ্বায়ক-সদস্য সচিবসহ শীর্ষ নেতারা ক্যাম্পাসে 'বিতর্কিত' বর্ধিত কমিটি ও হল কমিটি ঘোষণার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

তিনি আরো বলেন, ‘আটদিন ধরে তারা ক্যাম্পাসে ছাত্রদলের কোনো কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করছেন না। এমনকি খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় যে দোয়া মাহফিল, তারা সেটিও করতে আসেননি। আমরা দলীয় প্রধানের সুস্বাস্থ্য কামনা করি এবং এ ব্যর্থ আহ্বায়ক-সদস্য সচিবদের অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি।’

পালিয়ে বেড়ানোর অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বলেন, ‘শুক্রবারের দোয়া মাহফিল ছিল বিদ্রোহী নেতাকর্মীদের। মূল আয়োজন হবে রোববার। এছাড়া আমরা ক্যাম্পাসে নিয়মিত থাকছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত