ঢাবিতে অক্টোবর ট্র্যাজেডি স্মরণে আর্টক্যাম্প, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২২: ৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জগন্নাথ হল সংসদের যৌথ উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে "মরণ সাগর পরে তোমরা অমর তোমাদের স্মরি" শীর্ষক দিনব্যাপী বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৯৮৫ সালের এই রাতে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো অসংখ্য ছাত্র, কর্মচারী ও অতিথির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

জগন্নাথ হলে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আর্টক্যাম্প, বারোয়ারী বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতা। কর্মসূচিতে অক্টোবর ট্র্যাজেডি সম্পর্কিত বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনী হয়। এছাড়া স্বেচ্ছায় রক্ত দানকারী সংগঠন বাঁধনের উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।

বিজ্ঞাপন

amardesh_du

সন্ধ্যা সাড়ে সাতটায় পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, "অক্টোবর ট্র্যাজেডিকে কেন্দ্র করে এরকম পরিসরে সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন খুব বেশি দেখা যায় না। এখানে শিল্পীর তুলিতে ট্র্যাজেডির দৃশ্যসমূহ ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো অব্যবস্থাপনার কারণে যাতে আর কোনো ট্র্যাজেডি না ঘটে সে বিষয়ে মানুষকে সচেতন করে তুলবে। আমরা আর কোনো অক্টোবর ট্র্যাজেডি দেখতে চাই না।" তিনি সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে ডাকসুর পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং জগন্নাথ হল ছাত্র সংসদকে এই সৃজনশীল আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

প্রতিযোগিতায় বিজয়ী ২৬ জনকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুহাঃ মহিউদ্দিন খানের পক্ষ থেকে এক হাজার টাকা করে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভাপতিত্ব করেন জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস সুদীপ্ত প্রমাণিক। সাহিত্য সম্পাদক কথক রায় বিশ্বাস-এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংস্কৃতি সম্পাদক রাতুল দে দীপ্ত, এথেনিয়াম ডিবেটিং ক্লাবের সভাপতি ইফফা আসসারিয়াহ, জগন্নাথ হল ডিবেট ক্লাবের সভাপতি এবং আয়োজক উপকমিটির আহ্বায়ক কিশলয় রায় স্বচ্ছ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত