শাবিপ্রবিতে ‘শহীদ রুদ্র সেন লেক’ উদ্বোধন

প্রতিনিধি, শাবিপ্রবি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১০: ৪৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই বিপ্লবের শহীদ রুদ্র সেনের স্মৃতিকে সম্মান জানিয়ে ‘শহীদ রুদ্র সেন লেক’ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে লেকটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ, এস্টেট কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রুদ্র সেন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গিয়ে তিনি শহীদ হন। বিশ্ববিদ্যালয় পরিবার এই লেকটি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করেছে। শিক্ষক-শিক্ষার্থীদের মতে, এটি শুধু একটি লেক নয়, এটি শাবিপ্রবির ইতিহাসে শহীদ রুদ্র সেনের আত্মত্যাগের চিরন্তন স্মারক হয়ে থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত