বিমান দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৯: ১৬
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯: ৩৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

মঙ্গলবার বাদ জোহর আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নামাজের ঘরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম, কন্ট্রোলার অব এক্সামিনিশন্স ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সায়ীদ, আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনি, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের পরিচালক ফরিদ আহমেদ এফসিএ, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, সিএসই ক্লাবের প্রেসিডেন্ট আনিস উদ্দৌলা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে তারা মহান আল্লাহর কাছে স্মরণকালের ওই ভায়বহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত