ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে এবং নবীন শিক্ষার্থীদের মাঝে বার্তা পৌঁছে দিতে দেয়ালিকা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে এ কর্মসূচি শুরু করেন তারা । পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন গুলোতে দেয়ালিকা লিখন কর্মসূচি চালান শিক্ষার্থীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা দেয়ালে ‘হে নবীন, ক্যাম্পাস নিয়া কইরোনা আহামরি আশা, খুন হয় এই ক্যাম্পাসে, লাশ থাকে পুকুরে পইড়া’, ‘শহীদ সাজিদ হত্যার বিচার চাই’, ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’, ‘আমার ভাই কবরে খুশী কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ এবং সাজিদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা প্রতিবাদী স্লোগান লেখেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘সাজিদের হত্যার প্রায় এক মাস পেরিয়ে গেলেও ঘুণে ধরা প্রশাসন এখনো অপরাধী শনাক্ত করতে পারেনি। শুরু থেকেই নানা আশ্বাস দিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করলেও তারা উপযুক্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে। সাজিদ হত্যার দিনের সিসিটিভি ফুটেজ নিয়েও রয়েছে ধোঁয়াশা, যা দেখে আমরা চরম হতাশ।’
তারা আরো বলেন, ‘আজকের এই কর্মসূচির মাধ্যমে নবীন এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর কাছে আমরা বার্তা দিতে চাই আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। আমরা এই ঘটনার শেষ দেখতে চাই এবং অবশ্যই দ্রুততম সময়ে অপরাধীকে শনাক্ত করে বিচার নিশ্চিত করতে হবে।’


পানিতে ডুবে নয়, হত্যা করা হয়েছে সাজিদকে
ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা: ময়নাতদন্তে নিশ্চিত