
প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ২০ দফা দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
রোববার (২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।
ইউটিএলের দাবি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নিয়মিত সিন্ডিকেট সভা আয়োজন, শিক্ষকদের নিয়মিত ও সময়মতো পদোন্নতি, শিক্ষক সংকট নিরসনে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ, এবং শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্য-বিমা স্কিম চালু করার দাবি জানানো হয়।
এছাড়া তারা শিক্ষকদের বই ভাতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের সব কর্মচারীর জন্য সরকারি কর্মচারীদের মতো আর্থিক সুবিধা, উচ্চতর গবেষণাকে উৎসাহিত করতে এমফিল ও পিএইচডি ফেলোশিপ চালু, উন্নত মেডিকেল সেন্টার স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে শীতাতপ ব্যবস্থা নিশ্চিত, এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম প্রতিষ্ঠার দাবি জানান।
অন্য দাবির মধ্যে রয়েছে শিক্ষকদের ক্লাব ও অতিথি শিক্ষাবিদদের জন্য রেস্ট হাউস নির্মাণ, উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা, এবং শিক্ষার্থীদের সুবিধার্থে স্বল্পমূল্যে ফটোকপি মেশিন স্থাপনসহ ক্যাম্পাস-সংক্রান্ত বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন।
এ বিষয়ে ইউটিএলের জবি শাখার আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েক বলেন, “গত ২৬ অক্টোবর ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কমিটি ঘোষণার পর আমরা প্রথম কার্যনির্বাহী সভায় বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করেছি। সেই অনুযায়ী আজ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে ২০টি দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।”
এ সময় উপস্থিত ছিলেন ইউটিএলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, জবি চ্যাপ্টারের সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদী, এবং কমিটির অন্যান্য সদস্যরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ২০ দফা দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
রোববার (২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।
ইউটিএলের দাবি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নিয়মিত সিন্ডিকেট সভা আয়োজন, শিক্ষকদের নিয়মিত ও সময়মতো পদোন্নতি, শিক্ষক সংকট নিরসনে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ, এবং শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্য-বিমা স্কিম চালু করার দাবি জানানো হয়।
এছাড়া তারা শিক্ষকদের বই ভাতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের সব কর্মচারীর জন্য সরকারি কর্মচারীদের মতো আর্থিক সুবিধা, উচ্চতর গবেষণাকে উৎসাহিত করতে এমফিল ও পিএইচডি ফেলোশিপ চালু, উন্নত মেডিকেল সেন্টার স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে শীতাতপ ব্যবস্থা নিশ্চিত, এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম প্রতিষ্ঠার দাবি জানান।
অন্য দাবির মধ্যে রয়েছে শিক্ষকদের ক্লাব ও অতিথি শিক্ষাবিদদের জন্য রেস্ট হাউস নির্মাণ, উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা, এবং শিক্ষার্থীদের সুবিধার্থে স্বল্পমূল্যে ফটোকপি মেশিন স্থাপনসহ ক্যাম্পাস-সংক্রান্ত বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন।
এ বিষয়ে ইউটিএলের জবি শাখার আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েক বলেন, “গত ২৬ অক্টোবর ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কমিটি ঘোষণার পর আমরা প্রথম কার্যনির্বাহী সভায় বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করেছি। সেই অনুযায়ী আজ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে ২০টি দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।”
এ সময় উপস্থিত ছিলেন ইউটিএলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, জবি চ্যাপ্টারের সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদী, এবং কমিটির অন্যান্য সদস্যরা।

চিকিৎসা কোনো বাণিজ্য, এটি সেবার পেশা বলে মন্তব্য করেছেন কিংবদন্তি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। চিকিৎসকদের মানবিকতা ও পেশাগত সততার সঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের কর প্রশাসন এখন প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ।
১০ ঘণ্টা আগে
জুলাই বিপ্লবের চেতনাকে অস্বীকার করে রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিরোধিতার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডাকসু জানায়, জুলাই বিপ্লব ছিল বৈষম্য, অবিচার ও ফ্যাসিবাদী শাসন-কাঠামোর বিরুদ্ধে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন।
১০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তার পাশাপাশি খুব শিগগিরই পিএইচডি গবেষকদের জন্যও অনুরূপ বৃত্তি চালু করা হবে।
১০ ঘণ্টা আগে