উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি' চালু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ২১: ২৯
জাতীয় বি.

গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থীদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু করলো জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।

উদ্বোধন শেষে তিনজন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন তিনি। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.চৌধুরী রফিকুল আবরার, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই শিক্ষাবৃত্তির প্রধান লক্ষ্য হলো শহিদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানানো এবং শিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করে দেশের মেধাবী, অথচ আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করা। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ /প্রতিষ্ঠানসমূহে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ মোট ২০২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এক বছর আগে, বাংলাদেশের তরুণেরা দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল। সেই ঐতিহাসিক অভ্যুত্থানের ফলশ্রুতিতে আমরা, সমগ্র জাতি, অধিকারবঞ্চিত প্রজা থেকে নতুন করে অধিকারভোগী নাগরিকে পরিণত হতে পেরেছি।

তিনি আরো বলেন, আমাদের এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে ভবিষ্যতে স্বৈরাচার আর কখনও এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাই জুলাই গণঅভ্যুত্থান পালনের এই দিনে আমরা সেই জাতীয় প্রত্যাশাকে সম্মানের সঙ্গে স্মরণ করি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিশ্ববিদ্যালয়ের ডিন, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত