মানারাত ইউনিভার্সিটির ট্রেজারার হলেন মো. মনিরুল ইসলাম

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৯

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে যোগ দিয়েছেন মো. মনিরুল ইসলাম। রোববার আশুলিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক নিয়োগপ্রাপ্ত নবনিযুক্ত ট্রেজারার মো. মনিরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি ট্রেজারার হিসেবে তার যোগদানে বিশ্ববিদ্যালয়ের আর্থিক কাঠামো আরও সুসংহত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুলের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিজনেস অ্যান্ড ইকোনোমিকস স্কুলের ডিন মো. মাহবুব আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর আতাউর রহমান, ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম, আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ভর্তি বিভাগের পরিচালক আব্দুল কাদের, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের পরিচালক ফরিদ উদ্দীন আহমেদ, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল মতিন প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত