প্যানক্রিয়াস ক্যান্সার রোগীদের জন্য সুসংবাদ

মোহাম্মদ শামসুদ্দীন
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২০: ২৭
আপডেট : ১৭ জুন ২০২৫, ২০: ৪২
ছবি সংগৃহীত

প্যানক্রিয়াস ক্যান্সার রোগীদের সার্জারির পর ক্যান্সার পুনরাবৃত্তির ঝুঁকি কমাতে একটি ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

১৬ জন রোগীর ওপর পরিচালিত পরীক্ষায় দেখা গেছে ‘mRNA Vaccine’ ভ্যাকসিনটি ইমিউন সিস্টেমে (শরীরের রোগ প্রতিরোধ সক্ষমতায়) দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যা সার্জারির পর ক্যান্সার পুনরাবৃত্তির ঝুঁকি হ্রাস করে।

গবেষণার ফলাফলটি নেচার জার্নালের বরাতে প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন

পরীক্ষাটি ১৬ জন রোগীর উপর পরিচালিত হয়, যাতে আটজন রোগীর চিকিৎসায় ইতিবাচক ফলাফল পাওয়া যায়।

মেডিক্যাল এক্সপ্রেস মতে, ভ্যাকসিনটি ‘প্যানক্রিয়াস ক্যান্সারের গঠনগত (জেনেটিক) রূপান্তর করে’ এবং ‘শরিরের ইমিউন সিস্টেমে টিউমার চিহ্নিত করে তাতে আক্রমণ করতে উদ্বুদ্ধ করে। ফলে ‘ক্যান্সার-বিরোধী টি-সেল’ উৎপন্ন হয়। টি-সেলগুলো স্থায়ী হবে কি না এবং রোগীর জীবনকাল বাড়াবে কি না, তা নিশ্চিত করতে আরো গবেষণার প্রয়োজন।

এই পরীক্ষার নেতৃত্বদানকারী ডা. বিনোদ বালা চঁন্দ্র বলেন, ‘আমরা অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও নতুন চিকিৎসার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও প্যানক্রিয়াস ক্যান্সারে প্রভাব ফেলে না।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত