সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা অজ্ঞতা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৭: ০৩

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে অজ্ঞতা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে শনিবার ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা সাধারণ জনগণ তারা অনেক সময় মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সাড়া দেন না। কিন্তু তাদেরকে যথাযথভাবে বোঝানো গেলে তারা এ সেবা গ্রহণে আগ্রহী হন। ‌ অন্যদিকে শিক্ষিত জনগোষ্ঠীর মাঝেও মানসিক স্বাস্থ্য ও সেবা সম্পর্কে বিরূপ ধারণা রয়েছে।

এমনকি, অনেক চিকিৎসক পরিবারেরও অনেক সদস্য দীর্ঘদিন যাবত মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কিন্তু তারা সেবা গ্রহণ করছেন না, যা অত্যন্ত দুঃখজনক। তাই, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জনগণ ও নীতি নির্ধারকদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।

এসময় উপদেষ্টা ভবিষ্যতে বিদ্যালয়গুলোতেও মানসিক স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রফেসর ড. এম এম এ সালাউদ্দিন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের মহাসচিব প্রফেসর ড. নিজাম উদ্দিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এর পরিচালক প্রফেসর ড. মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত