আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজথেরাপি চিকিৎসা

মো. আশিকুর রহমান সরকার

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজথেরাপি চিকিৎসা

স্নায়বিক, শারীরিক ও মানসিক রোগের কারণে অনেক মানুষের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রয়োজন হয়। বিশেষ করে স্ট্রোক, অটিজম, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রম, ইনটেলেকচুয়াল ডিজ্যাবিলিটি, শ্রবণজনিত ব্যাধি, ঠোঁট ও তালু কাটা, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেইন ইনজুরি এবং স্ট্যামারিংসহ নানা সমস্যার ক্ষেত্রে এই থেরাপির গুরুত্ব অপরিসীম। এখানে কিছু কারণ উল্লেখ করা হলো, যা শিক্ষার্থীদের এই থেরাপিভিত্তিক চিকিৎসা পেশা বেছে নিতে অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন

জীবনে মৌলিক পরিবর্তন

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসক সব বয়সের মানুষের কথা বলা, ভাষা অনুধাবন, শ্রবণ, গলাধঃকরণ ও যোগাযোগ–সংক্রান্ত সমস্যায় চিকিৎসা দিয়ে তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। স্ট্রোক-আক্রান্ত ব্যক্তিকে আবার কথা বলার ক্ষমতা ফিরিয়ে দেয়। অটিজম-আক্রান্ত শিশুর প্রথম শব্দ উচ্চারণ করার মতো মুহূর্তগুলো একজন থেরাপি চিকিৎসকের জন্য মানসিক তৃপ্তির। রোগীর উন্নতি দেখার অভিজ্ঞতা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এই পেশা আপনাকে মানুষের জীবন উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার সুযোগ করে দেবে।

ক্রমবর্ধমান চাহিদা

বিশ্বজুড়ে এবং বাংলাদেশেও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির চিকিৎসার চাহিদা ক্রমাগত বাড়ছে। যোগাযোগ অর্থাৎ সামাজিক, ভাষাগত, শ্রবণ, কণ্ঠস্বর, বাক, উচ্চারণ ও খাবার গলাধঃকরণজনিত সমস্যা এবং এর চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে বিভিন্ন হাসপাতাল, আন্তর্জাতিক সংস্থা, পুনর্বাসন কেন্দ্র, বিশেষায়িত স্কুল এবং ব্যক্তিগত ক্লিনিকে থেরাপি চিকিৎসকদের ভূমিকা ও চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বহুমুখী ক্যারিয়ার সম্ভাবনা

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির মাধ্যমে বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ রয়েছে। যেমন এই পেশায় স্পিচ, ভাষা ও সামাজিক বিকাশ, স্নায়বিক পুনর্বাসন, কণ্ঠস্বরের ব্যাধি, ফ্লুয়েন্সি সমস্যা, খাবার চিবানো ও গলাধঃকরণ সমস্যা, একাডেমিক, গবেষণা এবং প্রোজেক্ট ম্যানেজমেন্টের মতো বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। ফলে পেশাজীবীদের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি পেশা।

নতুন প্রযুক্তি ও গবেষণা

এই থেরাপি চিকিৎসা পেশা নতুন প্রযুক্তির মাধ্যমে ক্রমাগত উন্নতি করছে। এই পেশায় নতুন প্রযুক্তি, যেমন টেলিথেরাপি, হাইটেক এএসি এবং এআইচালিত সরঞ্জাম ব্যবহারের সুযোগ রয়েছে এবং অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে থেরাপি কার্যক্রম উন্নত হচ্ছে।

লেখক : স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন