ফোনে স্প্যাম কল বন্ধ করবেন যেভাবে

আরিফ বিন নজরুল
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৪: ৪০

প্রতিদিনই আমাদের অনেকের ফোনে এক বা একাধিক অজানা নম্বর থেকে কল আসে। কখনো ‘আপনি পুরস্কার পেয়েছেন, কখনো বা লটারি জিতেছেন’। এমন প্রলোভনমূলক কথা বলে তারা ব্যক্তিগত তথ্য নিতে চায়।

আবার কোনো কোনো স্প্যাম কল শুধু হ্যালো বলেই লাইন কেটে দেয়। যার পেছনে থাকতে পারে ভয়েস রেকর্ডিং বা ফ্রড প্রযুক্তির ব্যবহার। এই স্প্যাম কলগুলো শুধু বিরক্তিকরই নয়; বরং ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিও হয়ে উঠতে পারে। তবে সৌভাগ্যবশত কিছু সহজ কিন্তু কার্যকর পদ্ধতিতে আপনি এই স্প্যাম কল থেকে মুক্তি পেতে পারেন।

বিজ্ঞাপন

প্রথমেই আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন। তাহলে আপনার ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপেই রয়েছে স্প্যাম ফিল্টার ফিচার। Google Phone অ্যাপের মাধ্যমে আপনি অজানা ও সন্দেহজনক নম্বরকে অটো ব্লক করতে পারেন। সেটিংসে গিয়ে Caller ID & Spam বা Spam Protection অপশনটি চালু করলেই কাজ শুরু হয়ে যাবে। অন্যদিকে, আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে ‘Silence Unknown Callers’ নামের একটি চমৎকার ফিচার, যা চালু করলে আপনার কন্টাক্ট লিস্টে না থাকা নম্বরগুলো সরাসরি ভয়েস মেইলে চলে যাবে।

অনেকেই হয়তো Truecaller ব্যবহার করেন, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় স্প্যাম কল শনাক্তকারী অ্যাপ। এই অ্যাপ শুধু কল শনাক্ত করেই থেমে যায় না। বরং ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে স্প্যাম নম্বরগুলো লাল চিহ্ন দিয়ে হাইলাইট করে দেয়। Hiya, Call Blocker বা Should I Answer-এর মতো অ্যাপগুলোও দারুণ কাজ করে। তবে অ্যাপ বেছে নেওয়ার সময় অবশ্যই তার প্রাইভেসি পলিসি ও ইউজার রিভিউ দেখে নিন।

এ ছাড়া স্প্যাম কল আসার একটি বড় কারণ হলো, আমাদের অসতর্কভাবে ফোন নম্বর দেওয়া। অচেনা ওয়েবসাইটে সাইনআপ, সন্দেহজনক অ্যাপে পারমিশন দেওয়া কিংবা পাবলিক ফোরামে নম্বর প্রকাশ করার কারণে নম্বর চলে যায় বিভিন্ন মার্কেটিং বা স্ক্যাম ডেটাবেসে। তাই চেষ্টা করুন শুধু নির্ভরযোগ্য প্ল্যাটফর্মেই আপনার নম্বর ব্যবহার করতে।

বাংলাদেশের মোবাইল অপারেটররাও এখন ধীরে ধীরে স্প্যাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে। যেমন : গ্রামীণফোন, রবি কিংবা বাংলালিংক তাদের নিজস্ব অ্যাপ বা কোডের মাধ্যমে আপনি DND (Do Not Disturb) সেবা চালু করতে পারেন। যার মাধ্যমে প্রমোশনাল কল ও মেসেজ ব্লক করা সম্ভব। এসব অপশন চালু করতে আপনার অপারেটরের হেল্পলাইন বা অ্যাপে লগইন করলেই প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে যাবেন।

সবশেষে বলব, প্রযুক্তি যেমন সুযোগ এনে দেয়, তেমনি কিছু ঝুঁকিও তৈরি করে। স্প্যাম কল তারই একটি উদাহরণ। তবে সচেতনতা, সঠিক সেটিংস, নির্ভরযোগ্য অ্যাপ আর কিছুটা কৌশল জানলে আপনি সহজেই এসব কল থেকে বাঁচতে পারবেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত