শিব্বির মাহমুদ রচিত ‘জীবনের পাতা’ গ্রন্থের প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৬: ১৮

দৈনিক নয়া দিগন্ত এর চেয়ারম্যান শিব্বির মাহমুদ রচিত ‘জীবনের পাতা’ নামে গ্রন্থ প্রকাশিত হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা উৎসবে এ গ্রন্থটি প্রকাশ হয়। প্রকাশনা উৎসবে বিভিন্ন পেশাজীবী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, শিব্বির মাহমুদ একজন সব্যসাচী মানুষ। বহুমাত্রিক মাত্রার উদ্যোক্তা তিনি। শিক্ষা, শিল্প সবখানে তার হাত গেছে। তার মধ্যে বাস্তব জ্ঞান, জাগতিক জ্ঞান, ধর্মীয় জ্ঞানের বহুমাত্রিক পরিধি পেয়েছি এই বইয়ের মধ্যে।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাস্তা দিয়ে যখন যাবেন আপনাকে মানুষ চিনবে না, এটাও সফলতা। এটা পারিবারিক ঐতিহ্য। সেটাও আছে শিব্বির মাহমুদের মাঝে। পলিসিগত ভাবে, ক্ষমতাকে মনের সাথে সাধারণতভাবে নিয়ন্ত্রণের রাখার ক্ষমতা। এ পলিসিও রপ্ত করেছে উনি। সেজন্য হয়তো উনার শিল্প প্রতিষ্ঠানে আঘাত কম হয়েছে।

‘জীবনের পাতা’ গ্রন্থের লেখক শিব্বির মাহমুদ বলেন, দেশের বিজ্ঞানী ও তাদের ডিগ্রি সকলদের জানা দরকার, সেটি লেখা আছে বইটিতে। বাল্যকালের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, আমাদের বাড়ি ছিল মেঘনার নদীর পাড়ে। নদীতে সেই প্রবল ঢেউ। নানীর বাড়ি যেতাম, নানীর কোলে উঠলাম। আমার নাতিরা কোলে উঠলে নানীর কথা মনে পড়ে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রেক্ষাপটটি তুলে ধরে তিনি।

সাবেক সচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, আহসান উল্লাহ্ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড আশরাফুল হক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড মো. আমিন উদ্দিন মৃধা, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, ড. আহসান গাজী, শিক্ষাবিদ ড. মনোয়ার শামস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পত্রিকার সম্পাদক সালাউদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, প্রধান সিটি এডিটর আশরাফুল ইসলাম। সঞ্চালনা করেন পত্রিকার সাহিত্য সম্পাদক কবি আবু জাফর। অনুষ্ঠানে লেখক শিব্বির মাহমুদ তার পরিবারের সদস্যদের পরিচয় ও পরিচিতি তুলে ধরেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত