নাশতায় ছিটারুটি পিঠা ও হাঁসের মাংস

রুমানা সুলতানা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৫: ০০

শীতকাল মানে হাঁসের মাংস খাওয়ার সঠিক সময়। হাঁসের মাংসের সঙ্গে ছিটারুটি পিঠা খাওয়ার স্বাদই আলাদা। শীতের সকালে বা বিকেলের নাশতায় ছিটারুটি ও হাঁসের মাংস অনেকের প্রিয় খাবার। শুধু হাঁসের মাংসের সঙ্গেই নয়- মুরগি, গরু কিংবা খাসি যেকোনো মাংস দিয়ে ছিটারুটি খেতে সুস্বাদু। ছবি ও রেসিপি দিয়েছেন- রুমানা সুলতানা

বিজ্ঞাপন

ছিটারুটি পিঠা

শীত এলেই মজাদার এ ছিটারুটি পিঠা তৈরির ধুম পড়ে যায়। এটি তৈরি করাও বেশ সহজ। দেখতেও যেমন সুন্দর; খেতেও তেমনই মজাদার ছিটারুটি। চালের গুঁড়ার মিশ্রণে হাত ডুবিয়ে তাওয়া বা প্যানের ওপর ছিটিয়ে তৈরি করা হয় বিশেষ এ রুটি। যে কারণে এর নাম ছিটারুটি। কেউ আবার ছিটরুটিও বলে থাকেন। জেনে নেওয়া যাক ছিটারুটি পিঠার সহজ রেসিপি-

উপকরণ: চালের গুঁড়া ২ কাপ (১৩-১৪টি রুটি হতে পারে), ফেটানো ডিম- ১টি, পানি ৩ কাপ, লবণ ও তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া নিয়ে লবণ ও পানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাতলা মিশ্রণ তৈরি করতে হবে। এ মিশ্রণের সঙ্গে একটি ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। এ অবস্থায় মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।

এবার একটি প্যানে তেল ব্রাশ করে নিন। এরপর চুলায় বসান। অল্প আঁচে রাখুন। চালের গুঁড়ার মিশ্রণে হাত ডুবিয়ে প্যানের ওপর হাত ঝেড়ে নিন। এভাবে ৪-৫ বার মিশ্রণটিতে হাত ডুবিয়ে সেই হাত প্যানের ওপরে ঝাড়তে হবে। চুলার আঁচ কমানো থাকবে, যাতে রুটি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখুন। রুটি হয়ে গেলে আলতো করে পাটিসাপটার মতো রোল করে অথবা তিন কোণা আকৃতির ভাঁজ করে তুলে ফেলুন। এভাবেই এক এক করে সবগুলো ছিটারুটি তৈরি করে নিন। রুটিগুলো যেন গরম থাকে এমন কিছুতে তুলে রাখুন। মিশ্রণটি জমে যাওয়ার মতো হলে একটু পানি মিশিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। বানানো হয়ে গেলে ছিটারুটি মাংস দিয়ে পরিবেশন করুন।

নারিকেল দিয়ে হাঁসের মাংস

উপকরণ : চামড়াসহ টুকরা করা হাঁস- ১টি, আলু- ৭/৮টি (আলু না দিলেও পারেন), ঘন নারিকেল দুধ- ২ কাপ, পেঁয়াজ কুচি- ১.৫ কাপ, পেঁয়াজবাটা- ১ কাপ, আদাবাটা- আধা টেবিল চামচ, রসুনবাটা- ১ চা-চামচ, মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ চা-চামচ, ধনিয়া গুঁড়া- ১ চা-চামচ, জিরা গুঁড়া- ২ চা-চামচ, লবণ- স্বাদমতো, গরম মসলা- (এলাচ, দারচিনি, লবঙ্গ) ৩/৪ টুকরা, তেল- আধা কাপ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত