ফখরুল আলম
প্রথম দেখাতেই মনে হতে পারে এ যেন কোনো রূপকথার জগতের দৃশ্য; কিংবা কোনো শিল্পীর তুলিতে আঁকা কোনো জাদুকরী ক্যানভাস! বিশ্বের বিভিন্ন দেশের মতো ইংল্যান্ডের অন্যতম প্রাচীন নগরী লিভারপুলের পার্কগুলোয় রয়েছে অনেক বছরের পুরোনো চেরিগাছের সারি সারি বাগান, যা পুরো এলাকা যেন গোলাপি ফুলের সমারোহে ভরে উঠেছে। প্রতিবছরের এ সময়টায় দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে লিভারপুলে এসে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করেন। পাশাপাশি প্রিয়জনকে তাদের নিয়ে ফুলের সঙ্গে ক্যামেরাবন্দি করে রাখতে দেখা যাচ্ছে অনেককেই। বসন্তের ফুলে এ যেন রূপকথার শহর ইংল্যান্ডের পর্যটক নগরী লিভারপুল।
গোলাপি বা সাদা রঙের অপূর্ব রূপের এই ফুলকে পছন্দ করেন না, এমন মানুষ মনে হয় পৃথিবীতে বিরল। প্রকৃতিতে যত ফুল ফোটে, তার মধ্যে অনন্যসাধারণ হলো চেরি ফুল। জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই ফুল ফোটাকে ঘিরে চেরি উৎসব পালন করে থাকে।
জাপানিরা প্রায় দেড় হাজার বছর ধরে চেরি ফুল নিয়ে ‘হানামি’ নামের একটি উৎসব পালন করে আসছেন। হানামি জাপানি শব্দ। এর অর্থ হলো সবাই মিলে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করা। চেরি ফুলের আরেক নাম ‘সাকুরা’। মনমাতানো সৌন্দর্যের কারণে এই ফুলের কদর বিশ্বের সব দেশেই রয়েছে।
প্রতিবছরের মার্চের শেষে এবং এপ্রিলের শুরুতেই চেরিগাছে গুচ্ছবদ্ধ গোলাপি, সাদা এবং হালকা লাল রঙের ফুলের দেখা মেলে। ফুল ফোটার মৌসুমে অনেক পরিবার কিংবা বন্ধু-বান্ধব মিলে চেরিগাছের নিচে আড্ডায় ব্যস্ত থাকেন। অনেকেই মনের আনন্দে নেচে-গেয়ে ঘুরে বেড়ান। আবার অনেকেই গাছতলাতেই চেরি ফুলের বিশেষ মুহূর্তটাকে ক্যানভাসে চিত্রায়িত করে স্মরণীয় করে রাখছেন।
চেরি ফুল ফোটার শুরুর সময়কে বলে ‘কায়কা’ আর সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হওয়ার পরের সময়কে বলা হয় ‘মানকাই’। মূলত এ নামেই জাপানিদের কাছে ফুলটি খুবই জনপ্রিয়। চেরি ব্লসমের সময়কাল সাধারণত খুবই অল্প সময়ের হয়ে থাকে। শুধুই যে চেরি ফুল থেকে চেরি ফল হয়, তা নয়। এই চেরিগাছ থেকে ফলও পাওয়া যায় না। চেরির জন্য অন্য প্রজাতির গাছ আছে, যা ফুল আসার পর নতুন করে ফল ধরে। প্রতিবছরের বসন্তের শুরুটাই যেন প্রস্ফুটিত চেরি ফুল ইউরোপের প্রকৃতিকে সৌন্দর্যে ভরে তোলে।
স্বর্গীয় সৌন্দর্য এই চেরি ফুল মুগ্ধতা ছড়াচ্ছে লিভারপুলের সর্বত্র। অনেকেই মনে করছেন, জাপান যেন চেরি ফুলের দেশ। যেদিকেই চোখ যায়, শুধু চেরি ফুল আর ফুল। শহরের বিভিন্ন রাস্তাসহ পার্ক ও উদ্যানের রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় রাস্তার দুই ধারে সারি সারি চেরি ফুলের গাছ আর ডালে ডালে গোলাপি আর সাদা ফুলের বাহার। হালকা লিলুয়া বাতাসে দোল খাচ্ছে মিষ্টি ফুল আর সহজেই ঝরে পড়ছে ফুলের পাপড়ি। রাস্তাজুড়ে বিছানো ফুলের পাপড়ির ওপর হাঁটলে মনে হবে এ যেন কোনো এক স্বর্গের পথে হাঁটছেন। নানা রঙ আর রূপ নিয়ে বসন্তকে বাগিয়ে দিতে এই চেরি ফুল বিশ্ব পর্যটকদের হাতছানি দিয়ে লিভারপুলকে স্বাগত জানাচ্ছে। বিভিন্ন পার্কে চেরি ফুল দেখতে নানা বর্ণের মানুষের ভিড় দেখা যাচ্ছে।
চেরি ফুলের সুগন্ধ আর মাধুর্যে আগন্তুক দর্শনার্থীরা মনে তুমুল প্রশান্তি বয়ে বেড়ায়। অনেকেই চেরি ফুলের সৌন্দর্যের ছোঁয়ায় মাতোয়ারা হন। চেরি ফুলের রাজ্য ও রাজধানী জাপান হলেও বর্তমানে ইউরোপে দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছেে এই ফুলটি। চেরি ফুলের মোহনীয় সৌন্দর্য ও তার আশ্চর্য স্নিগ্ধতায় আপনার মনও মুগ্ধতায় ভরে যাবে।
প্রথম দেখাতেই মনে হতে পারে এ যেন কোনো রূপকথার জগতের দৃশ্য; কিংবা কোনো শিল্পীর তুলিতে আঁকা কোনো জাদুকরী ক্যানভাস! বিশ্বের বিভিন্ন দেশের মতো ইংল্যান্ডের অন্যতম প্রাচীন নগরী লিভারপুলের পার্কগুলোয় রয়েছে অনেক বছরের পুরোনো চেরিগাছের সারি সারি বাগান, যা পুরো এলাকা যেন গোলাপি ফুলের সমারোহে ভরে উঠেছে। প্রতিবছরের এ সময়টায় দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে লিভারপুলে এসে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করেন। পাশাপাশি প্রিয়জনকে তাদের নিয়ে ফুলের সঙ্গে ক্যামেরাবন্দি করে রাখতে দেখা যাচ্ছে অনেককেই। বসন্তের ফুলে এ যেন রূপকথার শহর ইংল্যান্ডের পর্যটক নগরী লিভারপুল।
গোলাপি বা সাদা রঙের অপূর্ব রূপের এই ফুলকে পছন্দ করেন না, এমন মানুষ মনে হয় পৃথিবীতে বিরল। প্রকৃতিতে যত ফুল ফোটে, তার মধ্যে অনন্যসাধারণ হলো চেরি ফুল। জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই ফুল ফোটাকে ঘিরে চেরি উৎসব পালন করে থাকে।
জাপানিরা প্রায় দেড় হাজার বছর ধরে চেরি ফুল নিয়ে ‘হানামি’ নামের একটি উৎসব পালন করে আসছেন। হানামি জাপানি শব্দ। এর অর্থ হলো সবাই মিলে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করা। চেরি ফুলের আরেক নাম ‘সাকুরা’। মনমাতানো সৌন্দর্যের কারণে এই ফুলের কদর বিশ্বের সব দেশেই রয়েছে।
প্রতিবছরের মার্চের শেষে এবং এপ্রিলের শুরুতেই চেরিগাছে গুচ্ছবদ্ধ গোলাপি, সাদা এবং হালকা লাল রঙের ফুলের দেখা মেলে। ফুল ফোটার মৌসুমে অনেক পরিবার কিংবা বন্ধু-বান্ধব মিলে চেরিগাছের নিচে আড্ডায় ব্যস্ত থাকেন। অনেকেই মনের আনন্দে নেচে-গেয়ে ঘুরে বেড়ান। আবার অনেকেই গাছতলাতেই চেরি ফুলের বিশেষ মুহূর্তটাকে ক্যানভাসে চিত্রায়িত করে স্মরণীয় করে রাখছেন।
চেরি ফুল ফোটার শুরুর সময়কে বলে ‘কায়কা’ আর সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হওয়ার পরের সময়কে বলা হয় ‘মানকাই’। মূলত এ নামেই জাপানিদের কাছে ফুলটি খুবই জনপ্রিয়। চেরি ব্লসমের সময়কাল সাধারণত খুবই অল্প সময়ের হয়ে থাকে। শুধুই যে চেরি ফুল থেকে চেরি ফল হয়, তা নয়। এই চেরিগাছ থেকে ফলও পাওয়া যায় না। চেরির জন্য অন্য প্রজাতির গাছ আছে, যা ফুল আসার পর নতুন করে ফল ধরে। প্রতিবছরের বসন্তের শুরুটাই যেন প্রস্ফুটিত চেরি ফুল ইউরোপের প্রকৃতিকে সৌন্দর্যে ভরে তোলে।
স্বর্গীয় সৌন্দর্য এই চেরি ফুল মুগ্ধতা ছড়াচ্ছে লিভারপুলের সর্বত্র। অনেকেই মনে করছেন, জাপান যেন চেরি ফুলের দেশ। যেদিকেই চোখ যায়, শুধু চেরি ফুল আর ফুল। শহরের বিভিন্ন রাস্তাসহ পার্ক ও উদ্যানের রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় রাস্তার দুই ধারে সারি সারি চেরি ফুলের গাছ আর ডালে ডালে গোলাপি আর সাদা ফুলের বাহার। হালকা লিলুয়া বাতাসে দোল খাচ্ছে মিষ্টি ফুল আর সহজেই ঝরে পড়ছে ফুলের পাপড়ি। রাস্তাজুড়ে বিছানো ফুলের পাপড়ির ওপর হাঁটলে মনে হবে এ যেন কোনো এক স্বর্গের পথে হাঁটছেন। নানা রঙ আর রূপ নিয়ে বসন্তকে বাগিয়ে দিতে এই চেরি ফুল বিশ্ব পর্যটকদের হাতছানি দিয়ে লিভারপুলকে স্বাগত জানাচ্ছে। বিভিন্ন পার্কে চেরি ফুল দেখতে নানা বর্ণের মানুষের ভিড় দেখা যাচ্ছে।
চেরি ফুলের সুগন্ধ আর মাধুর্যে আগন্তুক দর্শনার্থীরা মনে তুমুল প্রশান্তি বয়ে বেড়ায়। অনেকেই চেরি ফুলের সৌন্দর্যের ছোঁয়ায় মাতোয়ারা হন। চেরি ফুলের রাজ্য ও রাজধানী জাপান হলেও বর্তমানে ইউরোপে দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছেে এই ফুলটি। চেরি ফুলের মোহনীয় সৌন্দর্য ও তার আশ্চর্য স্নিগ্ধতায় আপনার মনও মুগ্ধতায় ভরে যাবে।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৫ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৫ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৭ ঘণ্টা আগে