ওমর শাহেদ
রেহমুমা হোসেন রিংকি গড়ে তুলেছেন মণিপুরী শাড়ির অনলাইন দোকান। নাম রিংকিস অ্যাটায়ার। তার এই ব্যবসার শুরু ২০১৯ সালে, করোনাভাইরাসের আক্রমণের সময়। তিনি শিক্ষকতা করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে। তখন স্কুল বন্ধ ছিল, মানুষজন ঘরবন্দি। রিংকি ভাবলেন সময়টাকে কাজে লাগানো দরকার। অনলাইনে কোনো একটি ব্যবসা শুরু করা যায় কি না। কী নিয়ে কাজ করবেন ভাবতে ভাবতে হেরিটেজ নিয়ে কাজের কথা মাথায় এলো। খোঁজখবর নিয়ে জানতে পারলেন সিলেটের মণিপুরীদের ৩০০ বছরের পোশাক তৈরির ঐতিহ্য রয়েছে। ফলে রিংকি মৌলভীবাজার, শ্রীমঙ্গল ঘুরতে গেলেন এবং শাড়ি কিনে নিয়ে ফিরে এলেন। তখন মণিপুরী শাড়ি নিয়ে এত প্রচার-প্রচারণা ছিল না। তিনি মণিপুরী শাড়িকে জনপ্রিয় করার টার্গেট নিয়ে নামলেন। এ জন্য তাকে অনেক সাধনা করতে হয়েছে। তাঁতিদের সঙ্গে তাকে কাজ করতে হয়েছে। তিনি এখনো করছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে কাজের শুরুতে দুজন তাঁতি দুটি তাঁত নিয়ে কাজ করতেন। এখন শ্রীমঙ্গলে তারা ১০টি তাঁত বসিয়ে কাজ করছেন। এ জন্য আমাকে ও তাদের প্রচুর খাটতে হয়েছে।
জামদানি ও মণিপুরী শাড়ি একই সঙ্গে উচ্চারিত হোকÑএই ছিল রিংকির স্বপ্ন। বিভিন্ন অনুষ্ঠানে নারীরা জামদানি পরে যান। মণিপুরী শাড়ির তেমন অবস্থা হোক এ জন্য তিনি অলনাইনে প্রচুর প্রচারণা চালিয়েছেন। লেখালেখি করেছেন। মণিপুরীদের তাঁতের ওয়েস্টার্ন আউটফিট-জুতা, ব্যাগ, লং জ্যাকেট, শর্ট জ্যাকেট তৈরি করিয়ে নিয়েছেন তাঁতিদের কাছ থেকে। মণিপুরী গামছা দিয়ে তিনি এখন বিভিন্ন ধরনের আউট ফিট তৈরি করছেন। তাদের গজ কাপড় থেকে তিনি নিজস্ব নকশায় শাড়ি তৈরি করেন।
তিনি মণিপুরী শাড়ির জিআই সনদের জন্য তাঁত বোর্ডের সঙ্গে কাজ করেছেন। মণিপুরী শাড়ির জিআই সনদের জন্য তিনি তাঁত বোর্ডের সহকারী হিসেবে ডকুমেন্টেশন ও তথ্য সংগ্রহে সহকারী হিসেবে কাজ করেছেন। মণিপুরী শাড়ি জিআই সনদ পেয়েছে।
রিংকির আরো একটি কাজ হলো তাঁতিদের লস হয়ে যাওয়া বাতিল শাড়ি বা কাপড় দিয়ে নানা ধরনের আউট ফিট তৈরি করা। অনলাইনে মণিপুরী শাড়ির প্রচার-প্রচারণার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে এমফিল করছেন রেহমুমা হোসেন রিংকি। তিনি লেখাপড়া করেছেন মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং মাগুরা সরকারি মহিলা কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন।
তিনি নিজেও ব্যক্তিগতভাবে মণিপুরী শাড়ির প্রচারণা চালান। পরেন তাদের শাড়ি, বিভিন্ন অনুষ্ঠানে পরে যান। তিনি ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন। সেখানে এখন তার ৫০ লাখ টাকা খাটছে। তার লক্ষ্য হলো, মণিপুরী শাড়িকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন। জামদানির ক্ষেত্রে যেমন মানুষের আবেগ কাজ করে, মণিপুরী শাড়ির ক্ষেত্রেও তেমন আবেগ যাতে কাজ করে, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন রিংকি। তাঁতিদের জীবনমান উন্নয়নও তার অন্যতম লক্ষ্য। কেননা তারা সবচেয়ে অবহেলিত। অবশ্য আস্তে আস্তে তারা উন্নত হয়ে যাচ্ছেন। কাজের মানও আগের তুলনায় ভালো হচ্ছে।
রিংকি বললেনÑকোনো কাজই সহজ নয়। প্রতিটি কাজই কঠিন। তবে কাজের প্রতি ভালোবাসা থাকলে কোনো বাধাই বাধা নয়, সেভাবেই আমি কাজ করি।
রেহমুমা হোসেন রিংকি গড়ে তুলেছেন মণিপুরী শাড়ির অনলাইন দোকান। নাম রিংকিস অ্যাটায়ার। তার এই ব্যবসার শুরু ২০১৯ সালে, করোনাভাইরাসের আক্রমণের সময়। তিনি শিক্ষকতা করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে। তখন স্কুল বন্ধ ছিল, মানুষজন ঘরবন্দি। রিংকি ভাবলেন সময়টাকে কাজে লাগানো দরকার। অনলাইনে কোনো একটি ব্যবসা শুরু করা যায় কি না। কী নিয়ে কাজ করবেন ভাবতে ভাবতে হেরিটেজ নিয়ে কাজের কথা মাথায় এলো। খোঁজখবর নিয়ে জানতে পারলেন সিলেটের মণিপুরীদের ৩০০ বছরের পোশাক তৈরির ঐতিহ্য রয়েছে। ফলে রিংকি মৌলভীবাজার, শ্রীমঙ্গল ঘুরতে গেলেন এবং শাড়ি কিনে নিয়ে ফিরে এলেন। তখন মণিপুরী শাড়ি নিয়ে এত প্রচার-প্রচারণা ছিল না। তিনি মণিপুরী শাড়িকে জনপ্রিয় করার টার্গেট নিয়ে নামলেন। এ জন্য তাকে অনেক সাধনা করতে হয়েছে। তাঁতিদের সঙ্গে তাকে কাজ করতে হয়েছে। তিনি এখনো করছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে কাজের শুরুতে দুজন তাঁতি দুটি তাঁত নিয়ে কাজ করতেন। এখন শ্রীমঙ্গলে তারা ১০টি তাঁত বসিয়ে কাজ করছেন। এ জন্য আমাকে ও তাদের প্রচুর খাটতে হয়েছে।
জামদানি ও মণিপুরী শাড়ি একই সঙ্গে উচ্চারিত হোকÑএই ছিল রিংকির স্বপ্ন। বিভিন্ন অনুষ্ঠানে নারীরা জামদানি পরে যান। মণিপুরী শাড়ির তেমন অবস্থা হোক এ জন্য তিনি অলনাইনে প্রচুর প্রচারণা চালিয়েছেন। লেখালেখি করেছেন। মণিপুরীদের তাঁতের ওয়েস্টার্ন আউটফিট-জুতা, ব্যাগ, লং জ্যাকেট, শর্ট জ্যাকেট তৈরি করিয়ে নিয়েছেন তাঁতিদের কাছ থেকে। মণিপুরী গামছা দিয়ে তিনি এখন বিভিন্ন ধরনের আউট ফিট তৈরি করছেন। তাদের গজ কাপড় থেকে তিনি নিজস্ব নকশায় শাড়ি তৈরি করেন।
তিনি মণিপুরী শাড়ির জিআই সনদের জন্য তাঁত বোর্ডের সঙ্গে কাজ করেছেন। মণিপুরী শাড়ির জিআই সনদের জন্য তিনি তাঁত বোর্ডের সহকারী হিসেবে ডকুমেন্টেশন ও তথ্য সংগ্রহে সহকারী হিসেবে কাজ করেছেন। মণিপুরী শাড়ি জিআই সনদ পেয়েছে।
রিংকির আরো একটি কাজ হলো তাঁতিদের লস হয়ে যাওয়া বাতিল শাড়ি বা কাপড় দিয়ে নানা ধরনের আউট ফিট তৈরি করা। অনলাইনে মণিপুরী শাড়ির প্রচার-প্রচারণার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে এমফিল করছেন রেহমুমা হোসেন রিংকি। তিনি লেখাপড়া করেছেন মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং মাগুরা সরকারি মহিলা কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন।
তিনি নিজেও ব্যক্তিগতভাবে মণিপুরী শাড়ির প্রচারণা চালান। পরেন তাদের শাড়ি, বিভিন্ন অনুষ্ঠানে পরে যান। তিনি ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন। সেখানে এখন তার ৫০ লাখ টাকা খাটছে। তার লক্ষ্য হলো, মণিপুরী শাড়িকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন। জামদানির ক্ষেত্রে যেমন মানুষের আবেগ কাজ করে, মণিপুরী শাড়ির ক্ষেত্রেও তেমন আবেগ যাতে কাজ করে, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন রিংকি। তাঁতিদের জীবনমান উন্নয়নও তার অন্যতম লক্ষ্য। কেননা তারা সবচেয়ে অবহেলিত। অবশ্য আস্তে আস্তে তারা উন্নত হয়ে যাচ্ছেন। কাজের মানও আগের তুলনায় ভালো হচ্ছে।
রিংকি বললেনÑকোনো কাজই সহজ নয়। প্রতিটি কাজই কঠিন। তবে কাজের প্রতি ভালোবাসা থাকলে কোনো বাধাই বাধা নয়, সেভাবেই আমি কাজ করি।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৫ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৫ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৭ ঘণ্টা আগে