আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাস্তাকাবারি

মুজতাহিদ ফারুকী

রাস্তাকাবারি

রাস্তাটা নাহক দীর্ঘ

বেশুমার খর বাঁক, খানাখন্দে ভরা

বিজ্ঞাপন

হেঁটে হেঁটে হয়রান, বিরক্ত লাগছে

একা পথে সুর ভাজা বড় উপকারী

মুসাফিরি গানও তো জানি না!

ঘাম ছেড়ে মন খোঁজে ঘন ছায়াবীথি, শান্ত বটতল

তবু পথ বেহায়াটা আদুরে বিড়াল

আবিল পায়ের কাছে ন্যাওটা মাথা ঘষে।

বলি বাছা, কোলাকুলি অনেক হয়েছে

গোলকধাঁধার লাগভেলকি চিনেছি

এবার না হয় ক্ষ্যামা দাও!

সড়ক নাছোড়

গয়ালের শিংয়ে ঢিপ মেরে নিশ্চুপ

দাঁতে দাঁত, ঘাড় গুঁজে আছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন