রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৯: ৫৪
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২০: ০৮

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- রুবেল (২২), অয়ন (২২), আতিকুর রহমান (২১), ইমরান (২১), মেহেদী হাসান (২১), স্বপন (২০), স্বাধীন (২১), আসাদুল (২২), শাকিল (২০), সাব্বির (১৯), রবিন (২৬), আল আমিন (২০), শাওন (১৬), ওমর (৩০) ও ৎ বাবু (২৩)। গ্রেপ্তারকালে তাদের হেফাজত থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত