ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এটি ঘোষণা করবেন।
গতকাল বুধবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। পরে সিইসি অপর চার নির্বাচন কমিশনারকে নিজ কক্ষে ডেকে তফসিলের বিষয়ে জানান। এরপর ব্রিফিং করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সাংবাদিকদের ইসি সচিব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। সংসদ নির্বাচন ও গণভোট কবে হবেÑসেই তারিখ তখনই জানা যাবে। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, তফসিল থেকে ভোটগ্রহণের সময়ের ব্যবধান হবে ৬০ দিন।
তফসিলের আগে ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রেওয়াজ অনুযায়ী গতকাল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যায় নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ। প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর সিইসিসহ কমিশনের সদস্যরা বেরিয়ে আসেন। তবে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেননি।
বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে ইসি সচিব সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতিকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন, ব্যালট পেপার তৈরি, রঙ নির্ধারণ, ব্যালট পেপার ভোটারকে দেওয়ার উপায়, মক ভোটিং এবং ভোট গণনার পদ্ধতিসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে জানানো হয়। এসব শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করে গতকাল রায় দিয়েছে আপিল বিভাগ। কমিশন আদালতের রায় বাস্তবায়ন করে বিন্যাস করা সীমানা আগের, অর্থাৎ দ্বাদশ সংসদীয় আসনের মতো পুনর্বহাল করেছে। গতকাল রাতেই কমিশন অনুমোদন দিয়ে ৩০০ সংসদীয় আসনের গেজেট পুনরায় জারি করেছে। ফলে আগের মতো বাগেরহাটের আসন চারটি এবং গাজীপুরের আসন পাঁচটি বহাল থাকল।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে সংবিধান সংশোধনে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে একই দিন অনুষ্ঠিত হবে নির্বাচন ও গণভোট। সেক্ষেত্রে পোলিং বুথের সংখ্যা ও ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এবার দেশে মোট ভোটারসংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ এবং নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২; আর তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থা ইসি।

