জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া নির্বাচন অবৈধ হবে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৯: ৪০
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২০: ২০

জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া কোন নির্বাচন হলে তা অবৈধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দল আয়োজিত বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

চরমোনাই পীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে আইনি ভিত্তি দেয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেছে। অথচ দেশ পরিচালনাকারী অন্যতম দল বিএনপি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটের প্রস্তাব করেছে।

তিনি বলেন, গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন করবেন কোন আইনে? গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনিভিত্তি পেলেই জাতীয় নির্বাচনও আইনীভিত্তি পাবে। না হলে এই নির্বাচন অবৈধ হবে।

তিনি সতর্ক করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ভারতে পালাতে পেরেছে। নতুন করে যারা ফ্যাসিবাদী হতে চাইছেন তারা পালাবেন কোথায়? বিএনপির কথায় একই দিনে গণভোট দেয়ার পাঁয়তারা যারা করছে তাদের উদ্দেশ্য ভাল নয়-দেশের মানুষ তা বুঝে গেছে।

চরমোনাই পীর সরকারকে বলেন, আমাদের আর কতবার রাস্তায় আসতে হবে? আমরা শান্ত ও নম্র ভাষায় আমাদের দাবি জানিয়ে গেলাম। এরপরেও যদি সরকারের বোধদয় না হয় তাহলে এমন কর্মসূচি আসবে যে আপনারা দাবি মানতে বাধ্য হবেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত