
শীতের আগমনে বোচাগঞ্জে খেজুর রস ও খাঁটি গুড়ের নানা উৎসব
মানুষের ঢল টাটকা রসের স্বাদ নিতে ধনতলা শাহপাড়ার শিক্ষিকা রুমি আক্তার বলেন, শুনেছিলাম এখানে কাঁচা খেজুরের রস পাওয়া যায়। তাই ভাই, বোন, বোনজামাই সবাই মিলে এসেছি। জীবনে প্রথমবার রস খেলাম।

মানুষের ঢল টাটকা রসের স্বাদ নিতে ধনতলা শাহপাড়ার শিক্ষিকা রুমি আক্তার বলেন, শুনেছিলাম এখানে কাঁচা খেজুরের রস পাওয়া যায়। তাই ভাই, বোন, বোনজামাই সবাই মিলে এসেছি। জীবনে প্রথমবার রস খেলাম।

এ জলাধার খনন করা হলে ব্যারেজের উত্তরে অন্তত ৩৫ কিমি নদীর দুই তীরে লক্ষাধিক একর জমিতে জলাবদ্ধতা ও ভাটিতে শুস্কতা তৈরি হবে। যা কেউ আমলে নিচ্ছে না বলে অভিযোগে প্রকাশ। অজ্ঞাত কারনে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে।

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে কাটলা মুক্তিযোদ্ধা ক্যাম্পের আব্দুল খালেক ডাঙ্গাপাড়ায় অবস্থিত পাকসেনাদের ক্যাম্প আক্রমণ করতে গিয়ে সম্মুখ যুদ্ধে শহীদ হন। তিনি উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর (পুঁটিহার) গ্রামের বাসিন্দা ছিলেন।

পরে দেশব্যাপী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় সর্দারপাড়া জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিলে অংশ নেন।


গাইবান্ধা জেলা কমিটি



রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা





রংপুর-২ ও ৩









