৫ বিভাগে টানা ভারি বৃষ্টির পূর্বাভাস, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২: ০১

আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে টানা ভারি বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১০ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি আংশিক রেইন বেল্ট। এটি বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশি সক্রিয় হবে এবং ধাপে ধাপে ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারা দেশেই বৃষ্টিপাত ঘটাতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী— রেইনবেল্টটি সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সবচেয়ে কম প্রভাব পড়বে রাজশাহী ও রংপুর বিভাগে।

এর প্রভাবে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের নিচু এলাকায় ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়—বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটি জেলায়—পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তবে বড় ধরনের ঝড়ের সম্ভাবনা নেই।

শুক্রবার (২২ আগস্ট): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও অতি ভারি বৃষ্টি হতে পারে।

শনিবার (২৩ আগস্ট): খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (২৪ আগস্ট): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

পরবর্তী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত