স্থল নিম্নচাপ সরে গেলেও সারাদেশে কমবেশি বৃষ্টি অব্যাহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৫: ৫৮
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৬: ১২

স্থল নিম্নচাপের প্রভাব আর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। স্থল নিম্নচাপটি এরই মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল ও ঝাড়খন্ডের দিকে সরে গেছে ।

এতে বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশে কমবেশি বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির দুপুরে আমার দেশকে বলেন, স্থল নিম্নচাপটি এরই মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল ও ঝাড়খন্ডের দিকে সরে গিয়ে অবস্থান করছে। এর প্রভাব অব্যাহত থাকায় দেশের খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে বেশি বৃষ্টি হচ্ছে।

তিনি আরো বলেন, স্থল নিম্নচাপটি এরই মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে আসায় বুধবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি তো কমবেশি অব্যাহত থাকবেই।

দুপুরে আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণপশ্চিম উপকূল এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর পুনঃ এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে সোমবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি দুপুর ১২টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়, পরে বিকাল ৩টার নিম্নচাপে পরিণত হয়। এর সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশেই বৃষ্টি ঝড়াচ্ছে।

এদিকে আজ রাজধানী ঢাকায় সকালে কয়েক সামান্য বৃষ্টি হয়েছে। দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা নাগাদ মুষলধারে বৃষ্টি হচ্ছিল । আবহাওয়াবিদ কবির বলেন, তিনবিভাগে অতিবৃষ্টির প্রভাবে রাজধানীতেও আজ বৃষ্টি হচ্ছে। তবে সন্ধ্যার পর থেকে কমতে পারে।

আজ দুপুর একটার পর থেকে পরবর্তী ৬ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তা হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত