
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-গুলিবর্ষণ, বিএনপির সাবেক এমপি কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার (৬৫) কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার (৬৫) কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে হেলাল উদ্দিন নিজ শয়নকক্ষে নিজের বিছানায় ঘুমাতে যান। একই ঘরে মাঝখানে একটি পর্দা টানিয়ে অন্য একটি খাটে তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) ঘুমিয়ে পড়েন।

ভালুকায় দুই বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় একঘন্টা অবরোধ করে রাখে গামেন্টস শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়। এতে চরম দুর্ভোগে পরে পথচারী ও অফিস গামী মানুষ।

সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গতকাল শনিবার সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করা হয়েছে। এসব কর্মসূচিতে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।



















ফুলবাড়ীয়ায় মামুনুল হক
