অ্যাক্রিডিটেশন কার্ডে সচিবালয়ে প্রবেশ কেন এখন নয়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১১: ৫২
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩: ৪৬

সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের স্বার্থে ও সচিবালয়ের নিরাপত্তা রক্ষায় বর্তমান অ‍্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তবে এই সময়ে যেকোনো অনুষ্ঠোনের কভারেজের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন।

বিজ্ঞাপন

সরকার শিগগিরই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে। নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ‍্য অধিদপ্তরের (পিআইডি) মাধ্যমে সব স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাংবাদিকদের সাময়িক এই অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। সাংবাদিকদের সহযোগিতাও প্রত্যাশা করছে সরকার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত