অধ্যাপক ইয়াহইয়ার রহমানের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১: ৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন এবং আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এএইচএম ইয়াহইয়ার রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধভার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই শোক প্রকাশ করে তিনি বলেন অধ্যাপক ড. এএইচএম ইয়াহইয়ার রহমান মঙ্গলবার দুপুরে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ড. ইয়াহইয়ার রহমান কর্মজীবনে একই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, প্রক্টর, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্টসহ নানাবিধ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলেরও সদস্য ছিলেন। একইসঙ্গে দীর্ঘদিন ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ, টিকাটুলী জামে মসজিদ, রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদ ও কুষ্টিয়া কলেজ মোড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। নানাবিধ শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

জামায়াত আমির বলেন, অধ্যাপক ড. এএইচএম ইয়াহইয়ার রহমানের ইন্তেকালে জাতি একজন প্রবীণ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। তিনি দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। তার রেখে যাওয়া কাজ মানুষকে ইসলামের পথে পরিচালিত করবে।

শোকবাণীতে তিনি আরো বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত